WB Assembly Elections 2021: ‘শিয়াল চিহ্নে ভোট দিন’, জলপাইগুড়িতে পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক

আসন্ন বিধানসভা নির্বাচন (WB Assembly Elections 2021) উপলক্ষে রাজ্যে জোর কদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। সেই সঙ্গে প্রার্থীরদের নিয়ে শুরু হয়েছে দেওয়াল লিখনও। তবে জলপাইগুড়িতে শিয়াল চিহ্নে ভোট দেওয়ার পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে জলপাইগুড়ি সদর ব্লক ১-এর তৃণমূল সভাপতি তরুণ বসু বিশ্বাস বলেছেন, “এই পোস্টার আমি নিজে চোখে দেখিনি, অন্যান্য লোকেদের কাছ থেকে শুনেছি। তবে যে বা যারা এই পোস্টার লাগিয়েছে, তা রুচিসম্মত নয়। তবে দলের পক্ষ থেকে আমরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছি না।

শিয়ালের পোস্টার(Photo Credits: Social Media)

জলপাইগুড়ি, ১৮ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচন (WB Assembly Elections 2021) উপলক্ষে রাজ্যে জোর কদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। সেই সঙ্গে প্রার্থীরদের নিয়ে শুরু হয়েছে দেওয়াল লিখনও। তবে জলপাইগুড়িতে শিয়াল চিহ্নে ভোট দেওয়ার পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে জলপাইগুড়ি সদর ব্লক ১-এর তৃণমূল সভাপতি তরুণ বসু বিশ্বাস বলেছেন, “এই পোস্টার আমি নিজে চোখে দেখিনি, অন্যান্য লোকেদের কাছ থেকে শুনেছি। তবে যে বা যারা এই পোস্টার লাগিয়েছে, তা রুচিসম্মত নয়। তবে দলের পক্ষ থেকে আমরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছি না।” জলপাইগুড়িতে কংগ্রেসের জেলা দপ্তর সংলগ্ন অঞ্চলেই শিয়ালের ছবি দিয়ে পোস্টার পড়েছে। আরও পড়ুন-WB Assembly Elections 2021: তৃণমূলের তারকা প্রার্থী লাভলি মৈত্রের স্বামীকে পুলিশ সুপারের পদ থেকে অপসারণ কমিশনের

এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার বিজেপি সহ-সভাপতি অলোক চক্রবর্তী বলেছেন, “এই মুহূর্তে দুটো রাজনৈতিক দল। একটা হচ্ছে সংযুক্ত মোর্চা। তাদের একটা প্রার্থী দেওয়া হয়েছে। আর একটা হয়েছে তৃণমূলের। এবার যে পোস্টারগুলো পড়েছে, আমাদের মনে হয় তাদের কেন্দ্র করেই পড়েছে। সুখবিলাস মানে সুখের সাগর আর হচ্ছে বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে যিনি ব্যস্ত ছিলেন দীর্ঘ দশ বছর। বেকার যুবকরা আশাহত। বেকার যুবকরা কাজের জন্য তাঁকে জয়ী করেছিলেন। তাঁরা আশাহত হয়েছেন বলেই বলছেন, আমরা শিয়ালের অনুগামী, ধূর্ত লোককে ভোট দিন। পাশাপাশি আর একটা দলের যিনি প্রার্থী হয়েছেন, তাঁরই নার্সিংহোম দিদিভাইয়ের স্বাস্থ্যসাথীর কার্ড রিজেক্ট করেছে। তিনি এখন ধূর্ত হয়েছেন। তিনি ভোটে জিতে লক্ষ লক্ষ টাকা লুঠ করার স্বপ্ন দেখছেন। তাই যুবসমাজ সোচ্চার হয়েছে। এই কারণেই দু’জন প্রার্থীর বিরুদ্ধে তারা জেহাদ ঘোষনা করেছে এবং শিয়ালের সাথে তুলনা করে বলেছে যে ধূর্ত শিয়ালের মতো তাঁরাও প্রার্থী হয়েছেন। তাঁরা আবার ভোটে জিতে বেকার যুবকদের নিয়ে ছিনিমিনি খেলবেন। তাই এই পোস্টার দিয়েছে। আমি যুবসমাজকে সাধুবাদ জানাই। কারণ তারা প্রকৃত সত্যটা এই সমস্ত পার্টির নেতাদের সামনে তুলে ধরেছে।”