Vegetable Price at Kolkata Market: উৎসবের মরশুমে নাভিশ্বাস মধ্যবিত্তের, কলকাতার বাজারে সবজির আগুন দাম

দুর্গা পুজোর মাঝেই কলকাতার খুচরা বাজারে সবজির আকাশচুম্বী দাম। ক্যাপসিকাম, মটরশুটি, আদা, লঙ্কা এবং রসুনের দাম দেখে ভিমরি খাওয়া জো। কলকাতার বাজারে কত টাকায় বিকোচ্ছে ওই সমস্ত সবজি? দেখুন...

Vegetable Market (Photo Credits: IANS)

কলকাতা, ১৬ অক্টোবরঃ ঢাকের পিঠে কাঠি পড়ে গিয়েছে। দেবীপক্ষের সূচনালগ্ন থেকেই চারিদিক পুজো পুজো গন্ধে ভোরে ওঠে। মা দুর্গার দশদিনের বাপের বাড়ি ভ্রমণ গোটা বাঙালির মনকে উৎসবের আনন্দে ভাসিয়ে নিয়ে যায়। একটা সময়ে পুজো ষষ্ঠী, সপ্তমী থেকে শুরু হলেও বর্তমানে মহালয়া (Mahalaya 2023) থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে লম্বা লাইন চোখে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনবার মহালয়া তো আবার কোনবার মহালয়ার আগেই পুজো প্যান্ডেল গুলোর উদ্বোধন করে দেন। তাই মমতার সৌজন্যে মহালয়া থেকেই পুজো শুরু রাজ্যবাসীর। একই চিত্র চলতি বছরেও।

উৎসব মানেই ভরপুর পেটপুজো। বাড়িতে সপরিবারে জমিয়ে হরেক রকম রান্না। কিংবা রেস্তোরাঁর মেনুকার্ডে ডুব। তবে দুর্গা পুজোর (Durga Puja 2023) মাঝেই কলকাতার খুচরা বাজারে সবজির আকাশচুম্বী দাম। উৎসবের আমেজে বাজারে (Vegetable Market) গিয়ে মধ্যবিত্তের পকেটে টান পড়তে শুরু করেছে। ক্যাপসিকাম, মটরশুটি, আদা, লঙ্কা এবং রসুনের দাম দেখে ভিমরি খাওয়া জো। কলকাতার বাজারে কত টাকায় বিকোচ্ছে ওই সমস্ত সবজি? দেখুন...

প্রতি কেজি আদার দাম যাচ্ছে ২৮০-৩০০ টাকা।

রসুনের দাম ১৮০-২০০ টাকা প্রতি কেজি।

লঙ্কার কেজি ১৫০-২০০ টাকা।

ক্যাপসিকাম বিক্রি হচ্ছে ২০০-২৩০ টাকায়।

শিমের দাম উঠেছে ১৩০-১৫০ টাকা কেজিতে।

ঢ্যাঁড়শ, করলা দাম ৫০-৬০ টাকার মধ্যে।

খুচরা বাজারে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বজায় রাখার জন্য গঠিত রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্যরা মনে করছেন, দেরীতে বর্ষা এবং সেই সঙ্গে অতি বৃষ্টির ফলে বন্যার কারণে রাজ্য জুড়ে প্রচুর পরিমাণে শাকসবজি জমিতেই নষ্ট হয়ে গিয়েছে। যার প্রভাবে বাজারে সবজির বহুমূল্য দাম। টাস্ক ফোর্সের সদস্যরা আরও মনে করছেন, উৎসবের মরশুমে শাক-সবজির দাম আগামীতে আরও বাড়বে। যা লক্ষ্মী পুজোর মধ্যে শীর্ষে পৌঁছে যাবে। তার পরে সবজির দাম কমার সম্ভাবনা রয়েছে।