Lok Sabha Elections 2024: লকেটের শোভাযাত্রায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, হুগলিতে পদ্মপ্রার্থীর ঐতিহাসিক জয় নিশ্চিত করলেন ধামি

তীব্র গরম, সেই সঙ্গে প্রখর তাপপ্রবাহ মাথায় নিয়ে লকেটের শোভাযাত্রায় এদিন অংশ নিয়েছেন বহু মানুষ। উত্তরাখণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী ধামি হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে মঙ্গলবার রাজ্যে এসেছেন।

Pushkar Singh Dhami (Photo Credits: ANI)

হুগলি, ৩০ এপ্রিলঃ বর্ণাঢ্য শোভাযাত্রা হাঁকিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। মঙ্গলবার লকেটের শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) প্রচারের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডারা (JP Nadda) পশ্চিমবঙ্গে জনসভা করে গিয়েছেন। উত্তরাখণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী ধামি হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে মঙ্গলবার রাজ্যে এসেছেন।

তীব্র গরম, সেই সঙ্গে প্রখর তাপপ্রবাহ মাথায় নিয়ে লকেটের শোভাযাত্রায় এদিন অংশ নিয়েছেন বহু মানুষ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বললেন, 'এই প্রচণ্ড গরমেও ১০ কিলোমিটারের রোড শো'য়ে মা, বোনেরা, বাচ্চা, বৃদ্ধ সকলে অংশ নিয়েছেন। প্রত্যেকের আশীর্বাদে লকেট জিতবেন। গত বারের তুলনায় দ্বিগুণ ভোটে জিতবেন তিনি। ঐতিহাসিক জয় হবে তাঁর। বাংলার ৪২টি আসনের মধ্যে ৩৫টি আসন পাইয়ে বাংলার মানুষ মোদীজিকেই আবার প্রধানমন্ত্রী বানাবেন।

লকেটের শোভাযাত্রায় উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী...