Karunamoyee Bridge: স্বাস্থ্য পরীক্ষার জন্য ৩ দিন বন্ধ করুণাময়ী সেতু, বিকল্প কোন পথে যাবে গাড়ি?

তিন দিন বন্ধ থাকছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের করুণাময়ী সেতু (Karunamoyee Bridge)। হবে সেতুর স্বাস্থ্য পরীক্ষা। তিনদিন ধরে কেএমডিএ পরীক্ষা করে দেখবে করুণাময়ী সেতু কতটা ভার বহন করতে সক্ষম। লকডাউন চলাকালীন এই সেতু বন্ধ থাকায় বিশেষ যানজট হবে না বলে জানিয়েছে পুলিশ। তাহলে বিকল্প কোন পথে যে গাড়ি? গড়িয়া থেকে এন এস সি বোস রোড ধরে আসা গাড়িগুলি করুণাময়ী সেতুর বদলে ডি পি এস রোড ও এন এস সি রোডের সংযোগস্থল থেকে ইজ্জাতুল্লা লেন ও ডি এল সাহা রোড অথবা টালিগঞ্জ সার্কুলার রোড ধরে বেহালা বা হরিদেবপুরের দিকে যেতে পারবে।

টালিগঞ্জ সেতু (Picture Credits: Wikimedia Commons)

কলকাতা, ১০ মে: তিন দিন বন্ধ থাকছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের (Tollygunj) করুণাময়ী সেতু (Karunamoyee Bridge)। হবে সেতুর স্বাস্থ্য পরীক্ষা। তিনদিন ধরে কেএমডিএ (KMDA) পরীক্ষা করে দেখবে করুণাময়ী সেতু কতটা ভার বহন করতে সক্ষম। লকডাউন চলাকালীন এই সেতু বন্ধ থাকায় বিশেষ যানজট হবে না বলে জানিয়েছে পুলিশ। তাহলে বিকল্প কোন পথে যে গাড়ি? গড়িয়া থেকে এন এস সি বোস রোড ধরে আসা গাড়িগুলি করুণাময়ী সেতুর বদলে ডি পি এস রোড ও এন এস সি রোডের সংযোগস্থল থেকে ইজ্জাতুল্লা লেন ও ডি এল সাহা রোড অথবা টালিগঞ্জ সার্কুলার রোড ধরে বেহালা বা হরিদেবপুরের দিকে যেতে পারবে।

আগামী ১১ মে সকাল ন’টা থেকে ১৪ মে ভোর পাঁচটা পর্যন্ত সেতুর উপর পরীক্ষা চালাবে কেএমডিএ (KMDA)। সেতু কতটা ভার বহনে সক্ষম তাও খতিয়ে দেখা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণের হরিদেবপুরের এম জি রোড, এম এল গুপ্তা রোড অথবা বেহালার জেমস লং সরণি দিয়ে আসা মালবাহী ভারী গাড়িগুলি উত্তর ও পূর্বে যাওয়ার জন্য করুণাময়ী সেতুর বদলে ডায়মন্ড হারবার রোড ধরবে। ওই রাস্তা দিয়ে আসা ছোট গাড়িগুলি করুণাময়ী মোড় থেকে বি এল সাহা রোড ধরে যাবে উত্তরে। প্রিন্স আনোয়ার শাহ রোড বা ডি পি এস রোড ধরে করুণাময়ী সেতুর দিকে আসা হরিদেবপুর বা বেহালাগামী গাড়িগুলিকে টালিগঞ্জ সার্কুলার রোড ও ডি পি এস রোডের সংযোগস্থল থেকে টালিগঞ্জ সার্কুলার রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ছোট গাড়িগুলিকে ডি পি এস রোড ও ইজ্জাতুল্লা লেনের সংযোগস্থল থেকে ইজ্জাতুল্লা লেন ও ডি এল সাহা রোড ধরে ঘোরানো হবে। আরও পড়ুন, জনগণের কাছে পিএম কেয়ারস তহবিলের সংগ্রহ অর্থ ও খরচের হিসাব তুলে ধরার দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

গড়িয়া থেকে এন এস সি বোস রোড ধরে আসা গাড়িগুলি করুণাময়ী সেতুর বদলে ডি পি এস রোড ও এন এস সি রোডের সংযোগস্থল থেকে ইজ্জাতুল্লা লেন ও ডি এল সাহা রোড অথবা টালিগঞ্জ সার্কুলার রোড ধরে বেহালা বা হরিদেবপুরের দিকে যেতে পারবে। এই তিনদিন ধরে কেএমডিএ পরীক্ষা করে দেখবে যে, করুণাময়ী সেতু কতটা ভার বহন করতে সক্ষম। লকডাউন চলাকালীন এই সেতু বন্ধ থাকায় বিশেষ যানজট হবে না বলে জানিয়েছে পুলিশ।