Siliguri: পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে ক্রমাগত, শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের
পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বাড়ছে দেশজুড়ে। ব্র্যান্ডেড বা প্রিমিয়াম পেট্রোলের দাম এর আগেই রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মত রাজ্যে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৯১.১১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৮৬ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করে প্রতিদিনই বাড়ছে তেলের দাম আর এর প্রতিবাদেই মোটরসাইকেল ব়্যালি করল তৃণমূল কংগ্রেস (TMC)।
শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারি: পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বাড়ছে দেশজুড়ে। ব্র্যান্ডেড বা প্রিমিয়াম পেট্রোলের দাম এর আগেই রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মত রাজ্যে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৯১.১১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৮৬ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করে প্রতিদিনই বাড়ছে তেলের দাম আর এর প্রতিবাদেই মোটরসাইকেল ব়্যালি করল তৃণমূল কংগ্রেস (TMC)।
বৃহস্পতিবার শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করেন তৃণমূল কংগ্রেস। কয়েকশো তৃণমূল কংগ্রেস সমর্থক এদিন শিলিগুড়ির রাস্তায় নামেন। মোটরসাইকেল ব়্যালি করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধির দাবিতেই প্রতিবাদে সামিল তাঁরা। এদিন মমতা ব্যানার্জিও পৈলানের সভা থেকে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, "দেশে ক্ষমতায় এসে নোটবন্দি, ঘরবন্দি করছে। হিংসা, বিদ্বেষ ছড়াচ্ছে সকলের মধ্যে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করেছে। গ্যাসের দাম ৮০০ টাকা, তখন কেন চুপ সকলে?"