TMC Spokesperson Attack JP Nadda: 'কাঁচের বাড়িতে থেকে অন্যদের দিকে পাথর ছোঁড়া ঠিক নয়', ভিডিয়োতে দেখুন জেপি নাড্ডাকে আক্রমণ করে কী বললেন তৃণমূল মুখপাত্র

"কাঁচের বাড়িতে থেকে অন্যদের দিকে পাথর ছুঁড়বেন না।" শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে পরামর্শ দিয়ে এই মন্তব্যই করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র ঋজু দত্ত।

Photo Credits: ANI

কলকাতা: "কাঁচের বাড়িতে (Glass houses) থেকে অন্যদের দিকে পাথর (stones) ছুঁড়বেন (throw) না।" শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (BJP national president JP Nadda) পরামর্শ দিয়ে এই মন্তব্যই করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র ঋজু দত্ত (TMC State Spokesperson Riju Dutta)।

ভিডিয়োতে শুনুন ঋজু দত্তের বক্তব্য:

শুক্রবার ওড়িশার (Odisha) কালাহান্ডির (Kalahandi) জনসভা থেকে বিহারের (Bihar) পাটনায় (Patna) বিরোধীদের বৈঠককে (Opposition Meeting) কটাক্ষ করে অনেক কিছু বলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার মধ্যে এক জায়গা নীতীশ কুমার ও লালুপ্রসাদকে কটাক্ষ করে তিনি বলেন, "একদিন রাহুল গান্ধীর (Rahul Gandhi) ঠাকুমা (grandmother) ইন্দিরা গান্ধী (Indira Gandhi) লালু যাদব (Lalu Yadav) আর নীতীশ কুমারকে (Nitish Kumar) জেলে (jail) পাঠিয়ে ছিলেন। কিন্ত, আজকে তাঁরাই রাহুল গান্ধীকে পাটনায় স্বাগত জানাচ্ছেন। আমি অবাক হয়ে যাচ্ছি এই দেখে যে রাজনীতিতে (politics) হচ্ছে টা কী?"

ভিডিয়োতে শুনুন জেপি নাড্ডার বক্তব্য:

শনিবার তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র ঋজু দত্ত। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে পরামর্শ দিয়ে বলেন, "যে মানুষরা কাঁচের বাড়িতে বাস করে তাঁরা অন্যদের দিকে পাথর ছোঁড়া ঠিক নয়। জেপি নাড্ডার সবার প্রথমে উচিত নিজেদের দলের লোকদের (BJP's leader & Worker) আত্মদর্শন (introspect) করানো।" আরও পড়ুন: West Bengal: রাতের বেলায় জ্বালিয়ে দেওয়া হল বিজেপির পার্টি অফিস, শিলিগুড়ির ঘটনায় প্রতিক্রিয়া শুভেন্দুর (দেখুন ভিডিও)