Saugata Roy On Priyanka Gandhi: প্রিয়াঙ্কা গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার বিষয়ে কটাক্ষ সৌগত রায়ের, ভিডিয়োতে শুনুন তৃণমূল সাংসদের বক্তব্য

কর্নাটকে কংগ্রেসের বিশাল জয়ের পর রাহুল গান্ধীর নাম পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচিত হচ্ছিল। এর মাঝেই বুধবার কংগ্রেসের আচার্য্য প্রমোদ বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে প্রিয়াঙ্কা গান্ধীর নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার অনুরোধ জানান।

কলকাতা: কর্নাটকে ( Karnataka) কংগ্রেসের (Congress) বিশাল জয়ের পর রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাম পরবর্তী প্রধানমন্ত্রী (Next PM) হিসেবে আলোচিত হচ্ছিল। এর মাঝেই বুধবার কংগ্রেসের আচার্য্য প্রমোদ (Congress's Acharya Pramod) বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী  (PM candidate) হিসেবে ঘোষণা করার অনুরোধ জানান। যা নিয়ে ইতিমধ্যেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে।

বুধবার এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা ও দমদমের সাংসদ সৌগত রায় (TMC MP Saugata Roy)। এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে কিছুই জানি না। মানুষ বলেন তিনি ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) মতো দেখতে, তিনি কংগ্রেসকে হিমাচল (Himachal) ও কর্নাটকে (Karnataka) কংগ্রকে ভালো ফল করতে সাহায্য করেছেন। কিন্তু, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কোনও প্রভাবই ফেলতে পারেননি। তিনি কখনও একজন সাংসদ বা বিধায়কও হননি।  এই ধরনের বক্তব্য দ্বিধারই জন্ম দিয়েছে। এগুলো বলা উচিত নয়।"

দেখুন ভিডিয়ো: