TMC: নিজে যাচ্ছেন না, কর্ণাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর শপথে কাল কাকলি ঘোষ দস্তিদারকে পাঠাচ্ছেন মমতা

আগামিকাল, শনিবার বেঙ্গালুরুতে শপথ নেবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের। এই শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস।

ফাইল ফটো (Photo Credit: Facebook)

কলকাতা, ১৯ মে: আগামিকাল, শনিবার বেঙ্গালুরুতে শপথ নেবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের। এই শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। কিন্তু মমতা কর্ণাটকে কংগ্রেসের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না। দলের প্রতিনিধি হিসেবে বারসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে পাঠাচ্ছেন মমতা। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এই কথা টুইট করে জানান। সিদ্দারামাইয়া ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান মমতা। আর মমতা তাঁকে অভিনন্দন জানিয়েছেন বলেও ডেরেক টুইট করেন।

কর্ণাটকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান বিজেপি বিরোধী জোটের কাছে দারুণ একটা মঞ্চ হলেও মমতা উপস্থিত না থাকায় তাল কাটছে। ক দিন আগেই মমতা কংগ্রেসের কাছে জোটের হাত বাড়িয়েছিলেন। তবে কংগ্রেস বাংলায় তাদের বিরুদ্ধে লড়তে পারবে না এই শর্তই দিয়েছিলেন তিনি। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সরাসরি মমতার প্রস্তাব প্রত্যাখান করে বলেছিলেন, বাংলায় কংগ্রেস ভাল জায়গায় আছে। তৃণমূলের বিরুদ্ধে লড়বে দল। অধীরের সেই কথাটাই মমতার কর্ণাটকে না যাওয়ার কারণ কি না তা নিয়ে জল্পনা চলছে। আরও পড়ুন-পথকুকুরের কামড়ে প্রাণ গেল ৮ বছরের বালকের

দেখুন টুইট

প্রসঙ্গত, ১৩৬টি আসনে জিতে কর্ণাটকে ক্ষমতায় আসে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোর প্রচার সত্ত্বেও বিজেপিকে দক্ষিণের এই রাজ্যে কার্যত উড়িয়ে দেয় কংগ্রেস। কংগ্রেসের জয়ে দেশের বিরোধী দলগুলিকে মনোবল বাড়িয়েছে। কারণ ২০২৪ লোকসভা নির্বাচনে মোদীর এক তরফা জয়ের সম্ভাবনায় অনেকটাই ধাক্কা দিয়েছে কর্ণাটকে কংগ্রেসের বড় জয়। মমতা দিন তিনেক আগে কংগ্রেসের সঙ্গে জোটের বার্তা দেন। তবে মমতার শর্ত দেন, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারবে না কংগ্রেস, তা হলে তিনি অন্য কোথাও কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন না। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তৃণমূল সুপ্রিমোর প্রস্তাব খারিজ করে জানান, কংগ্রেস বাংলায় শাসদ দলের বিরুদ্ধে লড়বে।



@endif