Madan Mitra: পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিক্সা টেনে প্রতিবাদ মদন মিত্রের, দেখুন

কলকাতায় আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯৭ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম ৯১ টাকা ৫০ পয়সা প্রতি লিটার।

ছবি ফেসবুক

কলকাতা, ২৬ জুন: পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবার অভিনব প্রতিবাদ মদন মিত্রের। পেট্রল, ডিজেলের (Petrol-Diesel) দাম বৃদ্ধির প্রতিবাদে এবার হাতেটানা রিক্সা (Rickshaw) নিয়ে রাস্তায় নামলেন মদন মিত্র। কলকাতায় রাস্তায় শনিবার রিক্সা নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ককে। নিজের ফেসবুক হ্যান্ডেলে মদন মিত্রকে (Madan Mitra) সেই ছবিও শেযার করতে দেখা যায়। তবে করোনার মধ্যে মদন মিত্র কীভাবে মানুষের মধ্যে নেমে পেট্রেল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করতে শুরু করেন,তা নিয়ে অনেকে বিরোধিতাও শুরু করেন।তবে সোশ্যাল সাইটে প্রতিবাদ করলেও, এ বিষয়ে মদন মিত্র পালটা কোনও মন্তব্য করেননি।

মুম্বইয়ে গত ২৯ জুন ১০০ ছুঁয়েছিল পেট্রল। মাসখানেক পর বাকি ৩টি মেট্রো শহরেও ১০০ ছুঁতে চলেছে পেট্রলের দাম। হু হু করে দাম বাড়ছে ডিজেলেরও। রাজধানী দিল্লি থেকে শহর কলকাতা জ্বালানির আগুন দামে পুড়ছে আম আদমীর পকেট।

দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ক্রমাগত দাম বাড়িয়েই চলেছে। মাস দেড়েক ধরে ক্রমে বেড়ে চলা মূল্যবৃদ্ধি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি কেন্দ্রীয় সরকার। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ছুঁয়েছে লিটার প্রতি ৯৮ টাকা ১১ পয়সা, ডিজেলের দাম প্রতি লিটারে ৮৮ টাকা ৬৫ পয়সা। একই অবস্থা কলকাতাতেও। কলকাতায় আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯৭ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম ৯১ টাকা ৫০ পয়সা প্রতি লিটার।