Nirmal Maji: করোনা আক্রান্ত নির্মল মাজি, ফের ভর্তি হাসপাতালে

ফের হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী নির্মল মাজি (Nirmal Maji)। সোয়াব টেস্টে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ায় শনিবার রাতে মেডিক্যাল কলেজের এসএসবি বিভাগে ভর্তি করা হল তাঁকে। মৃদু উপসর্গ থাকায় কয়েকদিন আগেই তাঁর সোয়াব টেস্ট হয়। শুক্রবারই মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির বৈঠকে নির্মল মাজি সভাপতিত্ব করেছিলেন। ফলে অধ্যক্ষ, উপাধ্যক্ষ-সহ মেডিক্যালের অনেক শিক্ষক-চিকিৎসকই চাপে পড়ে গিয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীলই আছেন নির্মল মাজি। তবে প্রেশার-সুগারের পাশাপাশি অতিরিক্ত ওজন ইত্যাদির মতো তাঁর একগুচ্ছ কো-মর্বিডিটি রয়েছে।

প্রতীকী ছবি(Photo Credits: Pixabay)

কলকাতা, ১৮ অক্টোবর: ফের হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী নির্মল মাজি (Nirmal Maji)। সোয়াব টেস্টে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ায় শনিবার রাতে মেডিক্যাল কলেজের এসএসবি বিভাগে ভর্তি করা হল তাঁকে। মৃদু উপসর্গ থাকায় কয়েকদিন আগেই তাঁর সোয়াব টেস্ট হয়। শুক্রবারই মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির বৈঠকে নির্মল মাজি সভাপতিত্ব করেছিলেন। ফলে অধ্যক্ষ, উপাধ্যক্ষ-সহ মেডিক্যালের অনেক শিক্ষক-চিকিৎসকই চাপে পড়ে গিয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীলই আছেন নির্মল মাজি। তবে প্রেশার-সুগারের পাশাপাশি অতিরিক্ত ওজন ইত্যাদির মতো তাঁর একগুচ্ছ কো-মর্বিডিটি রয়েছে। বিষয়টি চিকিৎসকদের বেশ চিন্তায় ফেলেছে। গতমাসে অসুস্থ হওয়ার আগে মেডিক্যাল কলেজে করোনা চিকিৎসা দেখভালের দায়িত্বে ছিলেন নির্মল মাজি। রাজ্য সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণা করে। আরও পড়ুন-Ravi Shankar Prasad: পাটনায় হেলিকপ্টারের ব্লেড ভেঙে বিপদের মুখে রবিশংকর প্রসাদ, অল্পের জন্য প্রাণরক্ষা

এসব কারণে প্রতিদিন মেডিক্যালে করোনা রোগীর ভিড় লেগে থাকে। সবাই যাতে ঠিক ভাবে চিকিৎসা পান, চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের যাতে কোনও সমস্যা না হয়, সবদিক দেখার দায়িত্ব ছিল নির্মল মাজির উপরে। তারপরেই মাথার যন্ত্রণা অসহ্য পর্যায়ে পৌঁছনোয় সেপ্টেম্বরে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতেও নিয়ে গিয়ে দ্রুত সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট দেখে চিকিৎসকেরা জানান তাঁর সাব-ডিউরাল হেমাটোমা ধরা পড়েছে। ফলে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিত্‍‌সকেরা। মন্ত্রীর জন্য ৮ সদস্যের একটি মেডিক্য়াল বোর্ডও গঠিত হয়েছিল। মস্তিষ্কে একটি বড় ধরনের অস্ত্রোপচারের পর চিকিত্‍‌সকদের পর্যবেক্ষণে বেশ কিছু দিন এসএসকেএমে ভর্তি ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক। ঠিক একমাসের মধ্যে তাঁর শরীরেই ধরা পড়ল করোনাভাইরাসের জীবাণু।