Suvendu Adhikari: এবার তৃণমূলের সঙ্গে আরও এক রাজ্যের শাসক দলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
ফের তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস কোনও রাজনৈতিক দল নয়, বরং প্রাইভেট লিমিটেড কোম্পানি। এমনই কটাক্ষ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
কলকাতা, ২৭ মার্চ: ফের তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস কোনও রাজনৈতিক দল নয়, বরং প্রাইভেট লিমিটেড কোম্পানি। এমনই কটাক্ষ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তৃণমূল পুরোপুরিই ব্যক্তিগত দল, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক চালান। বিজেপিতে যোগদানের পর এমন অভিযোগ আগেও করেছিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু।
তবে এবার শুধু তৃণমূল নয়, তেলঙ্গনার শাসক দল বিআরএস (আগে টিআরএস)-কেও কটাক্ষ করলেন শুভেন্দু। শুভেন্দু বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতে পরিবারতন্ত্র, জাতিগত এবং তুষ্ট করা রাজনীতিতে ভারত থেকে উঠে গিয়েছে, শুধু বাংলা আর তেলঙ্গনা ছাড়া। নন্দীগ্রামের বিধায়ক মমতার সঙ্গে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কেসি রাওকেও একসারিতে ফেললেন। প্রসঙ্গত, তৃণমূলের মত ভারত রাষ্ট্রীয় সমিতিও ব্যক্তিকেন্দ্রিক দল। বাংলায় মমতার মত, তেলঙ্গনায় কেসি রাওয়ের ব্যক্তি ম্যাজিক চলে। দুই রাজ্য়েই বিজেপি এখনও এই দুটি দলের জন্য সুবিধা করতে পারেনি। আরও পড়ুন-
তান্ত্রিকের কথা শুনে শিশু বলি করতে গিয়ে তিলজলায় নাবালিকাকে ধর্ষণের পর খুন!
দেখুন টুইট
প্রসঙ্গত, তেলঙ্গনায় বিআরএস কর্মীরা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে পোস্টার দিয়েছিলেন। যে পোস্টারে শুভেন্দু ছবি দিয়ে বলা হয়েছিল, তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর তার সব পাপ ধুয়ে গিয়েছে। নারদা কেলেঙ্কারি, নানা দুর্নীতির অভিযোগ থাকলেও তাঁকে আর ইডি, সিবিআই তদন্ত করে না।