TMC: তৃণমূল কাউন্সিলরের ছেলের বেপরোয়া গাড়ি ধাক্কায় জখম বৃদ্ধা, গ্রেফতার হওয়া পর জামিনও পেলেন অভিযুক্ত
গাড়িতে লাগানো রয়েছে মেয়র ইন কাউন্সিল। বুধবার সকালে সেই গাড়ি চালাচ্ছিলেন ৯৯ ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলে।
গাড়িতে লাগানো রয়েছে মেয়র ইন কাউন্সিল। বুধবার সকালে সেই গাড়ি চালাচ্ছিলেন ৯৯ ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলে। আর সেই গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক প্রৌঢ়া। ঘটনাটি ঘটেছে গোলপার্ক (Golpark) এলাকায় বিবেকানন্দ উদ্যানের কাছে। এখনও গাড়ির সামনের বোনেটে লেগে রয়েছে আহত মহিলার শরীরের রক্ত। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তারা সাহা নামে ওই মহিলাকে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় প্রথমে কাউন্সিলরের ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হলেও বিকেলের মধ্যেই সে জামিনে ছাড়া পেয়ে যান।
জানা যাচ্ছে, এদিন সকালে কাউন্সিলরের দুই ছেলে চা খেতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। ফেরার সময় গাড়ির গতি বাড়িয়েছিলেন শুদ্ধসত্ত্ব। বিবেকানন্দ পার্কের কাছে ওই মহিলা রাস্তা পার হচ্ছিলেন। তখন একদিকে কাউন্সিলরের গাড়ি ও অপরদিকে আরেকটি গাড়ি আসছিল। সেই সময় হকচকিয়ে গিয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়েন তারা সাহা। তখনই শুদ্ধসত্ত্বের গাড়ি সজোরে ধাক্কা মারে।
ওই মোড়ে সেই সময় উপস্থিত ছিলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তিনিও ঘটনাটি চাক্ষুষ দেখেন। যদিও ঘটনার পর পালিয়ে যায়নি কাউন্সিলরের দুই ছেলে। গাড়ি থামিয়ে বৃদ্ধাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এমনকী বেশ কিছুক্ষণ হাসপাতালেও ছিলেন তাঁরা। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১, ১২৫বি, ৩২৪ (৪) জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ফলে বিকেলের দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। যদিও কাউন্সিলরের গাড়ি তদন্তের জন্য বাজেয়াপ্ত করে রেখেছে পুলিশ।