TMC Candidate List 2021: ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, নন্দীগ্রাম থেকেই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা প্রকাশ করছেন। ২৯১টি আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছ বলে জানিয়েছেন মমতা বন্দ্যাপাধ্যায়। বাকি ৩টি আসনে সহযোগীরা প্রার্থী দেবে। অর্থাৎ পাহাড়ের ৩টি আসন ছাড়া হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চাকে। ২৯১ আসনের মধ্যে ৫০ জন মহিলা, ৪২ জন মুসলিম প্রার্থী রয়েছেন। তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলা, তফশিলি, তারুণ্যে জোর। তফশিলি জাতির ৭৯ জন, তফশিলি উপজাতির ১৭ জন প্রার্থী হচ্ছেন।
কলকাতা, ৫ মার্চ: বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা প্রকাশ করছেন। ২৯১টি আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছ বলে জানিয়েছেন মমতা বন্দ্যাপাধ্যায়। বাকি ৩টি আসনে সহযোগীরা প্রার্থী দেবে। অর্থাৎ পাহাড়ের ৩টি আসন ছাড়া হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চাকে। ২৯১ আসনের মধ্যে ৫০ জন মহিলা, ৪২ জন মুসলিম প্রার্থী রয়েছেন। তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলা, তফশিলি, তারুণ্যে জোর। তফশিলি জাতির ৭৯ জন, তফশিলি উপজাতির ১৭ জন প্রার্থী হচ্ছেন। ৮০ ঊর্ধ্ব কেউ এবারের ভোটে প্রার্থী হচ্ছেন না। মণীষ গুপ্ত, অমিত মিত্র, রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও পূর্ণেন্দু বসু ভোটে দাঁড়াচ্ছেন না।
এক নজরে প্রার্থী তালিকা:
- নন্দীগ্রাম থেকেই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- ভবানীপুর থেকে লড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়
- রাসবিহারী কেন্দ্রে লড়বেন দেবাশিস কুমার
- ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন রাজ চক্রবর্তী
- শিবপুরে মনোজ তিওয়ারি
- উত্তরপাড়া কেন্দ্রে লড়বেন কাঞ্চন মল্লিক
- বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
- কামারহাটিতে প্রার্থী মদন মিত্র
- বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায় তৃণমূলের প্রার্থী
- বেহালা পশ্চিমে প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়
- চন্ডীপুরে সোহম চক্রবর্তী
- সোনারপুর দক্ষিণে লাভলি মৈত্র
- আসানসোল দক্ষিণে লড়বেন সায়নী ঘোষ
- উলুবেড়িয়া পূর্বে বিদশ বসু লড়বেন
- ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা
- মন্তেশ্বরে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী
- রাজারহাটে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি
- জোড়াসাঁকোয় তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত
- পাণ্ডুয়ায় লড়বেন রত্না দে নাগ
- শিলিগুড়িতে প্রার্থী ওমপ্রকাশ মিশ্র
- দমদম উত্তরে প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য
- যাদবপুরে প্রার্থী দেবব্রত মজুমদার
- কাশীপুর-বেলগাছিয়ায় প্রার্থী অতীন ঘোষ
- কোচবিহারে প্রার্থী উত্তর বিনয় বর্মন
- দিনহাটায় প্রার্থী উদয়ন ঘোষ
- ধুপগুড়ি প্রার্থী মিতালি রায়
- ডাবগ্রাম- ফুলবাড়িতে প্রার্থী গৌতম দেব
- শ্রীরামপুর- সুদীপ্ত রায়
- চন্দননগর- ইন্দ্রনীল সেন
- পাঁশকুড়া পশ্চিম- ফিরোজা বেগম
- পাঁশকুড়া পশ্চিম- ফিরোজা বেগম
- কাঁথি উত্তর- তরুণ কুমার জানা
- রামনগর- অখিল গিরি
- বালি- রাণা চট্টোপাধ্যায়
- শ্যামপুকুর - শশী পাঁজা
- হাওড়া মধ্য- অরূপ রায়
- সাঁকরাইল-প্রিয়া পাল
- কলকাতা বন্দর- ফিরহাদ হাকিম
- হিঙ্গলগঞ্জ- দেবেশ মণ্ডল
- পাথরপ্রতিমা- সনৎ জানা
- কাকদ্বীপ- মন্টুরাম পাখিরা
- জঙ্গিপুর- জাকির হোসেন
- চাকদা শুভঙ্কর সিং
- নৈহাটি- পার্থ ভৌমিক
- চণ্ডীপুর- সোহম চক্রবর্তী
- মেখলিগঞ্জ- পরেশ চন্দ্র অধিকারী
- শিতলকুচি পার্থপ্রতিম রায়
- কালচিনি -পাসাং লামা
- রাজগঞ্জ- খগেশ্বর রায়
- মাটিগাড়া নকশালবাড়ি- ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়
- চাকুলিয়া- মিনাজুড় অরবিন্দ আজাদ
- ইটাহার মোশারফ হোসেন
- বালুরঘাট-শেখর দাশগুপ্ত
- গঙ্গারামপুর গৌতম দাস
- চাঁচল নীহাররঞ্জন ঘোষ
- রতুয়া- সমর মুখোপাধ্যায়
- করণদিঘি- গৌতম পাল
- আলিপুরদুয়ার- সৌরভ চক্রবর্তী
- ময়নাগুড়ি মনোজ রায়
- মেদিনীপুর শহর- জুন মালিয়া
- টালিগঞ্জ- অরূপ বিশ্বাস
- ডোমজুড়- কল্যাণ ঘোষ
- বালিগঞ্জ- সুব্রত মুখোপাধ্যায়
- কসবা- জাভেদ খান
- বিধাননগর- সুজিত বসু
- বারাসত- চিরঞ্জিৎ
- হাবড়া- জ্যোতিপ্রিয় মল্লিক
- জঙ্গিপুর জাকির হোসেন
- রেজিনগর- রবিউল আলম চৌধুরী
- জলঙ্গি- আব্দুল রেজ্জাক
- হরিণঘাটা- নীলিমা বাগ
- ডাবগ্রাম-ফুলবাড়ি- গৌতম দেব
- হাওড়া উত্তর- গৌতম চৌধুরী
- আরামবাগ- সুজাতা মণ্ডল
- কেশপুর- শিউলি সাহা
- সবং- মানস ভুঁইয়া
- মহিষাদল-তিলক চক্রবর্তী
- তমলুক - সৌমেন মহাপাত্র
- বোলপুর- চন্দ্রনাথ সিনহা
- খড়দহ- কাজল সিনহা
- রায়গঞ্জ- কানহাইয়ালাল আগরওয়াল
- রতুয়া- সমর মুখোপাধ্যায়
- ভগবানপুর অর্ধেন্দু মাইতি
- পিংলা- অজিত মাইতি
- দাসপুর মমতা ভুঁইয়া
- চন্দ্রকোণা- অরূপ ধাড়া
- মহিষাদল-তিলক চক্রবর্তী
- কালিয়াগঞ্জ- তপন দেব সিং
- হেমতাবাদ- সত্যজিৎ বর্মণ
- ইসলামপুর- আব্দুল করিম চৌধুরী
- গোয়ালপোখর- মহম্মদ গোলাম রব্বানি
- চাকুলিয়া- মিনহাজুল আরফিন আজাদ
- চোপড়া- হামিদুল রহমান
- যাদবপুর- মলয় মজুমদার
- ডায়মন্ড হারবার- পান্নালাল হালদার
- রায়দিঘি- আলোক জলদাতা
- গোসাবা- জয়ন্ত নস্কর
- বৈষ্ণবনগর- চন্দনা সরকার
- মোথাবাড়ি- সাবিনা ইয়াসমিন
- মালদা- উজ্জ্বল চৌধুরী
- মানিকচক- সাবিত্রী মিত্র
- গঙ্গারামপুর- গৌতম দাস
- হরিরামপুর- বিপ্লব মিত্র
- সুজাপুর- মহম্মদ আব্দুল ঘানি
- চাঁচোল- নীহাররঞ্জন ঘোষ
- মালতীপুর- আব্দুর রহিম বক্সি
- হরিশ্চন্দ্রপুর- তাজমুল হোসেন
- হাবিবপুর- সরলা মুর্মু
- গাজোল- বাসন্তী বর্মন
- তপন- কল্পনা কিস্কু
- কুশমন্ডি- রেখা রায়
- কালিয়াগঞ্জ- তপন দেব সিং
- হেমতাবাদ- সত্যজিৎ বর্মণ
- ইসলামপুর- আব্দুল করিম চৌধুরী
- গোয়ালপোখর- মহম্মদ গোলাম রব্বানি
- চাকুলিয়া- মিনহাজুল আরফিন আজাদ
- চোপড়া- হামিদুল রহমান
- কুমারগঞ্জ- তোরাফ হোসেন মণ্ডল
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)