TMC Candidate List 2021: ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, নন্দীগ্রাম থেকেই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা প্রকাশ করছেন। ২৯১টি আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছ বলে জানিয়েছেন মমতা বন্দ্যাপাধ্যায়। বাকি ৩টি আসনে সহযোগীরা প্রার্থী দেবে। অর্থাৎ পাহাড়ের ৩টি আসন ছাড়া হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চাকে। ২৯১ আসনের মধ্যে ৫০ জন মহিলা, ৪২ জন মুসলিম প্রার্থী রয়েছেন। তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলা, তফশিলি, তারুণ্যে জোর। তফশিলি জাতির ৭৯ জন, তফশিলি উপজাতির ১৭ জন প্রার্থী হচ্ছেন।

সাংবাদিক বৈঠকে মমতা( Photo Credit-ANI)

কলকাতা, ৫ মার্চ: বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা প্রকাশ করছেন। ২৯১টি আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছ বলে জানিয়েছেন মমতা বন্দ্যাপাধ্যায়। বাকি ৩টি আসনে সহযোগীরা প্রার্থী দেবে। অর্থাৎ পাহাড়ের ৩টি আসন ছাড়া হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চাকে। ২৯১ আসনের মধ্যে ৫০ জন মহিলা, ৪২ জন মুসলিম প্রার্থী রয়েছেন। তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলা, তফশিলি, তারুণ্যে জোর। তফশিলি জাতির ৭৯ জন, তফশিলি উপজাতির ১৭ জন প্রার্থী হচ্ছেন। ৮০ ঊর্ধ্ব কেউ এবারের ভোটে প্রার্থী হচ্ছেন না। মণীষ গুপ্ত, অমিত মিত্র, রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও পূর্ণেন্দু বসু ভোটে দাঁড়াচ্ছেন না।

এক নজরে প্রার্থী তালিকা: