21 July Martyr's Day Rally: চেনা ভিড়ে অচেনা শপথে একুশের জনতার শহরে প্রবেশ, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মমতা ব্যানার্জি-র পাশে র

একেবারে চেনা ভিড়। কিন্তু অচেনা শপথ। রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রথম তৃণমূলের শহিদ দিবস, ২১ শে জুলাই চ্য়ালেঞ্জের মুখে। লোকসভা নির্বাচনে বিজেপি, মুকুল রায়ের কাছে বড় ধাক্কা খাওয়ার পর তৃণমূলের এবারের ২১শে জুলাইয়ের একেবারে ইন্যরকম তাত্পর্যের।

২১শে জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জি। ফাইল ছবি। (Photo Credits: Twitter)

কলকাতা, ২০ জুলাই:  21 July TMC's Martyr's Day Rally-একেবারে চেনা ভিড়। কিন্তু অচেনা শপথ। আগামিকাল, রবিবার ২১শে জুলাই উপলক্ষ্যে রাজ্যজুড়ে সাজো সাজো রব। বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীরা শহরে আসতে শুরু করেছেন। ২১শে জুলাইয়ের আগের দিন প্রতি বছর যে ছবিটা দেখা যায়, আজও তেমন দেখা মিলছে। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা আসতে শুরু করেছেন।

শুক্রবার রাত থেকেই হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামছেন হাজারে হাজারে দিদির সমর্থকরা। এদের কারও থাকার ব্যবস্থা হয়েছে গীতাঞ্জলী স্টেডিয়ামে। কেউ থাকবেন করুণাময়ীতে। কিন্তু চেনা ভিড়ে একটা অচেনা শপথ থাকছে। আর সেই অচেনা শপথটা হল-ফিরে আসার। একের পর এক ধাক্কার পর মানুষের মন জিতে ফিরে আসার। আরও পড়ুন- গুরুড় গঙ্গার এক কাপ জল খেলে গর্ভবতী মহিলার এড়াতে পারেন সিজার, দাবি বিজেপি সাংসদের

আর ফিরে আসার এই স্লোগানে মহমহ তৃণমূলের শহিদ দিবস। রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রথম ২১ শে জুলাই, তৃণমূলের শহিদ দিবস, চ্য়ালেঞ্জের মুখে। এবারের ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ বেশ কিছু কারণে। উত্তরবঙ্গ, জঙ্গলমহলে কার্যত মুছে গিয়েছে তৃণমূল। সিঙ্গুর, বনগাঁর মত দিদিগড়েও এখন বিজেপি-র দাপট। এমন সময় দিদি ২১শে-র মঞ্চ থেকে দলকে ঘুরে দাঁড়ানোর জন্য কী বার্তা দেন সেটাই দেখার।

লোকসভা নির্বাচনে বিজেপি, মুকুল রায়ের কাছে বড় ধাক্কা খাওয়ার পর তৃণমূলের এবারের ২১শে জুলাইয়ের একেবারে ইন্যরকম তাত্পর্যের। ২০১১ থেকে এতগুলো বছর কার্যত বিনা চ্যালেঞ্জেই মমতা ব্যানার্জির সভা ভরে গিয়েছে। ধর্মতলায় দিদির সভায় বিভিন্ন জেলা থেকে আসা মানুষের ভিড়ে নতুন রেকর্ড গড়েছে। কিন্তু এবার একেবারে অন্যরকম একটা ২১শে জুলাই। যেখানে ক্ষমতায় আসার পর প্রথমবার চ্যালেঞ্জের মুখে দিদির সরকার। দু বছর পর বিধানসভা ভোট। তার আগে একের পর এক নেতা-বিধায়ক-জন প্রতিনিধিদের দল ছাড়ার ঘটনায় একেবারে কোণঠাসা তৃণমূল। তার ওপর আবার অর্জুন সিং, সৌমিত্র খাঁ-দের জিতিয়ে এনে উজ্জিবীত মুকুল রায় রোজই তৃণমূল ভাঙার হুমকি দিচ্ছেন। যে মুকুলই ছিলেন একটা সময় ২১শে জুলাইয়ে মমতার সভার মূল উদ্যোক্তা।

গতবারের সঙ্গে এবার ২১শে জুলাইয়ের অনেক ফারাক। এবার ২১শে জুলাইয়ের মঞ্চের পাশে দাঁড়িয়ে গতবারের কথা মনে করে তৃণমূলের এক শীর্ষ নেতা বললেন, ''রাজনীতি এমনই জিনিস। এখানে অনেক কিছুই দ্রুত বদলে যায়। এটা ঠিক লোকসভায় আমাদের ফল ভাল হয়নি। কিন্তু ২০০৪-এ এর চেয়ে অনেক খারপ ফল করে ক বছরের মধ্যে চমকপ্রদ ফল করেছিলাম। রাজ্যের মানুষ শুধু মমতাকেই ভালবাসে। আমরা এবার ঘুরে দাঁড়াবোই।''