West Bengal Weather Update: দোল উৎসবের আগেভাগেই ফের ভিজতে চলেছে রাজ্য, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

আকাশে বাতাসে বসন্তের পূর্বাভাস। ফুলে ফলে রঙে রঙীন গোটা রাজ্য। শীত সবে বিদায় নিয়েছে, তবে বৃষ্টি তার ব্যাটিং থামাতে নারাজ। সোমবার বেলা বাড়লেই রোদ্দুরের জায়গা নেবে মেঘলা আকাশ। দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। মঙ্গলবার সেই বৃষ্টি বিক্ষিপ্তের খোলস ছেড়ে একেবারে স্বমহিমায় অবকীর্ণ হবে। বলতে পারেন। আগামী কাল থেকেই ফের বজ্র বিদ্যৎ-সহ বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে। সঙ্গে থাকবে ঝোরো হাওয়াও। মূলত দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া , পুরুলিয়া, দুই বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া এবং হাওড়াতে এই তমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: Flickr, Satish Krishnamurthy)

কলকাতা, ২ মার্চ: আকাশে বাতাসে বসন্তের পূর্বাভাস। ফুলে ফলে রঙে রঙীন গোটা রাজ্য। শীত সবে বিদায় নিয়েছে, তবে বৃষ্টি তার ব্যাটিং থামাতে নারাজ। সোমবার বেলা বাড়লেই রোদ্দুরের জায়গা নেবে মেঘলা আকাশ। দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। মঙ্গলবার সেই বৃষ্টি বিক্ষিপ্তের খোলস ছেড়ে একেবারে স্বমহিমায় অবকীর্ণ হবে। বলতে পারেন। আগামী কাল থেকেই ফের বজ্র বিদ্যৎ-সহ বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে। সঙ্গে থাকবে ঝোরো হাওয়াও। মূলত দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া , পুরুলিয়া, দুই বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া এবং হাওড়াতে এই তমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বসন্তে ফের অকাল বর্ষণ হতে চলেছে বাংলায়। একদিকে পশ্চিমী ঝঞ্ঝার শীতল বাতাস, অন্যদিকে জলীয় বাষ্পপূর্ণ গরম হাওয়া। এই দুয়ের সংঘর্ষেই আসবে বৃষ্টি। যা আগামী দিন কয়েক বেশ ভোগাবে রাজ্যবাসীকে। আরও পড়ুন-Maharashtra: মহারাষ্ট্র বিধানসভায় সিএএ-এনআরসিএনপিআর সংক্রান্ত রেজোলিউশনের প্রয়োজন নেই, বললেন অজিত পাওয়ার

এমনিতেই বসন্তে মন ভরে দৃশ্য যাপন বাঙালির অঙ্গ। সামনেই রঙ্রে উৎসব দোল আসছে। ঠিক তার আগে ফের বৃষ্টির সম্ভাবনা মনে মেঘ জমিয়েছে। বৃষ্টি হওয়া মনেই দোলের আনন্দ চৌপাট হয়ে যাবে। এটি একেবারেই চায় না। বাঙালি। তবে কী আর করা যাবে, আবহাওয়ার উপরে তো কারোর তেমন নিয়্ন্ত্রণ নেই।