IPL Auction 2025 Live

Bengal Flood: বাংলা ডুবছে, অথচ ওরা কিছুই করছে না, বন্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা

বাংলার বিভিন্ন জেলায় বন্যা নিয়ে কেন্দ্রীয় সরকার উদাসীন। ফের এমনই অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee (Photo Credit: PTI/X)

কলকাতা, ২৩ সেপ্টেম্বর: "বাংলার বিভিন্ন জেলায় বন্যা নিয়ে কেন্দ্রীয় সরকার উদাসীন"। ফের এমনই অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerje)। মমতার অভিযোগ, বাংলা ডুবছে, অথচ ওরা কিছুই করছে না। দুর্গাপুরে বন্য়া পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী মমতা বললেন, " আমি এই বিষয় নিয়ে দু'বার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। জল শক্তি মন্ত্রকের কাছে আমাদের প্রতিনিধিরা গিয়েছেন। বাংলা ডুবছে, অথচ ওরা কিছুই করছে না। ডিভিসি কোনও কাজই করে না। ড্রেজিংয়ের কাজ করে না। তোমরা আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক লড়াই লড়তে পারো, কিন্তু জল ছেড়ে ইচ্ছাকৃতভাবে মানুষ মারার, কৃষকদের শস্য, ফসলের ক্ষতি করাটা খুবই খারাপ। আমরা কৃষকদের সঙ্গে আছি। আজ এই বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক হয়েছে। শস্য বীমা স্কিমের আওতায় সরকার বন্যা ক্ষতিগ্রস্থ কৃষকদের সব টাকা দিয়ে দেবে। বন্যায় গ্রামীন রাস্তার বেশ ক্ষতি হয়েছে। আমরা গ্রামীন রাস্তার অবস্থা নিয়ে সমীক্ষা করতে দিয়েছে। ত্রান কাজ চলবে।"

বাংলায় বন্যা পরিস্থিতি দেখার জন্য কোনও কেন্দ্রীয় দল না পাঠানোর সমালোচনা করেন মমতা।

আরও পড়ুন-মঙ্গল থেকে ফের ভিজবে কলকাতা, পুজোর আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি

দেখুন বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, " একশো দিনের কাজ, আবাস যোজনার মত ইস্যুতে কাজের খুঁত বের করে কেন্দ্র সরকার দল পাঠায়, অথচ বাংলার মানুষ যখন বন্যায় কষ্ট পাচ্ছে, তখন কেন্দ্রীয় টিমের আর দেখা পাওয়া যাচ্ছে না।