Lok Sabha Elections 2024: রাজ্যের দলগুলির সঙ্গে বৈঠক করতে কলকাতায় এলেন নির্বাচন কমিশনের কর্তারা
বাংলায় অবাধ, সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে বিশেষ নজর নির্বাচন কমিশনের। বাংলায় গত বেশ কয়েকটি লোকসভা ও বিধানসভা নির্বাচন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই হয়েছে।
কলকাতা, ৩ মার্চ: বাংলায় অবাধ, সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে বিশেষ নজর নির্বাচন কমিশনের। বাংলায় গত বেশ কয়েকটি লোকসভা ও বিধানসভা নির্বাচন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই হয়েছে। তবে ২০২১ বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের কিছু জায়গায় অশান্তি হয়েছিল। এবার ক দিন পরেই লোকসভা নির্বাচন। বাংলার ৪২টি লোকসভা আসনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসছেন নির্বাচন কমিশেনর শীর্ষ কর্তারা।
আগামিকাল, সোমবার থেকে দু'দিনের বৈঠকে কমিশনের কর্তারা আলোচনা করবেন তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআই(এম) সহ বামদলগুলি, কংগ্রেস ও বাকি দলগুলির প্রতিনিধিদের সঙ্গে। প্রতিটি দলের প্রতিনিধিদের থেকে অবাধ ভোট পরিচালনা নিয়ে সাজেশন ও অভিযোগ থাকলে তা শুনবেন কমিশনের কর্তারা।
দেখুন ভিডিয়ো
সূত্রের খবর ১৫ মার্চের পর দেশজুড়ে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন। বাংলায় এবার বেশ কয়েক দফায় ভোট হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন অংশে ভোটের কথা মাথায় রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে।