Nusrat Jahan: 'মিছিলে যোগ দেওয়ার জন্য জনপ্রতি ৩০০ টাকা দেয় বিজেপি', বিস্ফোরক ভিডিও পোস্ট নুসরত জাহানের

নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে অমিত শাহ এবং জেপি নাড্ডা। কিংবা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী। সকল বিজেপি (BJP) নেতা-মন্ত্রীদের জনসমাবেশে একেবারে ভিড়ে ঠাসা। বিজেপি সমর্থকদের ভিড় থেকে মাঝে মধ্যে ভেসে আসে 'জয় শ্রী রাম' স্লোগান। ২০২১-র নির্বাচনের আগে ভিড়ের মাত্রা যেন বাড়ছে দিনকে দিন। স্বভাবতই প্রশ্ন উঠছে বিজেপি সমর্থকের সংখ্যা কী ক্রমাগত বাড়ছে রাজ্যে? আসন্ন নির্বাচনে গেরুয়া শিবিরের পাল্লা ভারী! এই সমস্ত বিষয়গুলিই আসবে প্রথমে মাথায়। তবে আসল ছবিটা পুরোপুরিই আলাদা। টাকার বিনিময়ে লোক কিনছে বিজেপি। আর তাতেই একের পর এক জনসভায় বাড়ছে ভিড়। সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan Ruhi)। তাঁর মন্তব্য যে পুরোপুরি ঠিক, সেটি প্রমাণ করার জন্য একটি ভিডিও-ও পোস্ট করেন নুসরত।

নুসরত জাহান। (Photo Credits: ANI)

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে অমিত শাহ এবং জেপি নাড্ডা। কিংবা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী। সকল বিজেপি (BJP) নেতা-মন্ত্রীদের জনসমাবেশে একেবারে ভিড়ে ঠাসা। বিজেপি সমর্থকদের ভিড় থেকে মাঝে মধ্যে ভেসে আসে 'জয় শ্রী রাম' স্লোগান। ২০২১-র নির্বাচনের আগে ভিড়ের মাত্রা যেন বাড়ছে দিনকে দিন। স্বভাবতই প্রশ্ন উঠছে বিজেপি সমর্থকের সংখ্যা কী ক্রমাগত বাড়ছে রাজ্যে? আসন্ন নির্বাচনে গেরুয়া শিবিরের পাল্লা ভারী! এই সমস্ত বিষয়গুলিই আসবে প্রথমে মাথায়। তবে আসল ছবিটা পুরোপুরিই আলাদা। টাকার বিনিময়ে লোক কিনছে বিজেপি। আর তাতেই একের পর এক জনসভায় বাড়ছে ভিড়। সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan Ruhi)। তাঁর মন্তব্য যে পুরোপুরি ঠিক, সেটি প্রমাণ করার জন্য একটি ভিডিও-ও পোস্ট করেন নুসরত।

টুইটারে নুসরত জাহান লেখেন, 'বিজেপির সভায় যত না লোক হয়, তার থেকে বেশি টাকার প্রস্তাব দেওয়া হয়।' অর্থাৎ বিজেপির সভায় এত লোকও যোগ দেন না, তার তুলনায় অনেক বেশি টাকা দেওয়া হয় জনসমাবেশে যোগ দেওয়ার জন্য। বাংলার মানুষ কীভাবে বহিরাগতদের নোট-ব্যাঙ্ক রাজনীতি প্রত্যাখান করছে। এটাই তার প্রমাণ বলে দাবি করেন নুসরত জাহান। পোস্টটির স্বপক্ষে যে ভিডিওটি পোস্ট করেন নুসরত, সেখানে একটি ব্যক্তিকে এই বিষয়টি বলতে শোনা যায়। তিনি বলেন, "বিজেপির মিছিলে যোগ দিতে যাওয়ার জন্য সকলকে ৩০০ টাকা করে দেওয়া হচ্ছে। যাতে তারা মিছিলে যোগ দেন। আমি সেই টাকা নিইনি। তবে অনেকেই সেই টাকা নিয়ে মিছিল কিংবা জনসমাবেশে যোগ দিচ্ছেন।"



@endif