Task Force: আলু-পেঁয়াজ থেকে শাক-সবজি, মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বাজার ঘুরল টাস্ক ফোর্স

শীত পড়লেও পড়ছে না আনাজপাতির দাম। আলু পেঁয়াজের চড়া দাম তো রয়েছেই, এছাড়া ফুলকপি, বাধাকপি, পটল, মুলো কোনওকিছুর দামই মধ্যবিত্তের নাগালে আসছে না।

File image of a vegetable market (Photo Credits: ANI)

শীত পড়লেও পড়ছে না আনাজপাতির দাম। আলু পেঁয়াজের চড়া দাম তো রয়েছেই, এছাড়া ফুলকপি, বাধাকপি, পটল, মুলো কোনওকিছুর দামই মধ্যবিত্তের নাগালে আসছে না। এই নিয়ে বৃহস্পতিবারই টাস্ক ফোর্সকে (Task Force) ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিশেষ করে দুই রকমের আলু ও পুরোনো পেঁয়াজের দাম এতটা কীভাবে বাড়ল সেই বিষয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয় টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলেকে। আর তারপরেই শুক্রবার সকাল থেকে বাজারে নেমে পড়ে টাস্ক ফোর্স। একাধিক বাজার ঘুরে দেখেন তাঁরা। কেন এতটা দাম বেড়েছে সবজি, সেই নিয়ে কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গেও।

জানা যাচ্ছে, এদিন সকালে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের নিয়ে সল্টলেকের বিডি মার্কেটে গিয়েছিল টাস্ক ফোর্স। এখানে চন্দ্রমুখী আলু ৪০-৪৫ এবং জ্যোতি ৩৫ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছিল। অন্যদিকে নতুন পেঁয়াজ ৬০ টাকা ও নাসিকের পুরোনো পেঁয়াজ ৭০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছিল। এই নিয়ে এক ব্যবসায়ীকে প্রশ্ন করা হলে সে জানায়, যোগান কম থাকার কারণেই আলু পেঁয়াজের দাম বেড়েছে। যদিও এই দাবি মানতে নারাজ রবীন্দ্রনাথ কোলেরা।

ফলে এদিন বাজারে বাজারে ঘুরে তাঁরা জানায় যে অবিলম্বে দাম কমাতে হবে। না হলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। যদিও আমজনতার অভিযোগ, যেহেতু টাস্ক ফোর্স এসেছে, তাই এর রেশ কয়েকদিন থাকবে। পরে আবার এই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেবে। এই নিয়ে অবশ্য টাস্ক ফোর্সের তরফ থেকে জানানো হয়েছে, পুলিশকে এই বিষয়ে জানানো হয়েছে। যদি কোনওভাবে আবারও দাম বৃদ্ধি হয়, তখন সেই বিষয়টি নিয়ে আমজনতা পুলিশের দারস্থ হতে পারেন।



@endif