Tamluk Lok Sabha Election Results 2024 Live: তমলুক লোকসভা কেন্দ্র হবে কার? জানুন বিস্তারিত

রাজনীতির আঙিনায় আসা মাত্রই তাঁকে টিকিট দিয়েছে তাঁর দল বিজেপি। অন্যদিকে তৃণমূলের দেবাংশুও ভীষণ পরিচিত মুখ। তাই বোঝাই যাচ্ছে এ বার খেলা জমতে চলেছে।

কলকাতাঃ রাজ্য রাজনীতির অন্দরে এখন একটাই প্রশ্ন, তমলুক (Tamluk) কার? কারণ এ বার তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) । অন্যদিকে তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য্য (Debangshu Bhattacharya)। এ বার এই কেন্দ্রে চমকের সঙ্গে দল ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পাল্টা দিয়েছে রাজ্যের শাসক দলও। তাই এ বার ভোটের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র বলা চলে এই কেন্দ্রকে। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন 'জাস্টিস গাঙ্গুলী।' রাজনীতির আঙিনায় আসা মাত্রই তাঁকে টিকিট দিয়েছে তাঁর দল বিজেপি। অন্যদিকে তৃণমূলের দেবাংশুও ভীষণ পরিচিত মুখ। তাই বোঝাই যাচ্ছে এ বার খেলা জমতে চলেছে। ২৫ শে মে এখানে ভোট গ্রহণ হয়ে গিয়েছে।

এখনও পর্যন্ত এই লোকসভা কেন্দ্রটি তৃণমূলের দখলে। বর্তমানে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। ২০০৯ সাল থেকে এই আসনটি ঘাসফুলের দখলে। এ বার সেখানে পদ্ম ফোটেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজেপি। সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। যার মধ্যে অন্যতম নন্দীগ্রাম। আর রয়েছে মহিষাদল, ময়না, নন্দকুমার,হলদিয়া, তমলুক ও পাঁশকুড়া পূর্ব। যার মধ্যে ৩ টি বিধানসভা বিজেপির হাতে। বাকি চারটি তৃণমূল কংগ্রেসের জিম্বায়। ২০১৯ লোকসভা নির্বাচনে এই আসনে জেতেন দিব্যেন্দু অধিকারী। মোট ৭ লক্ষ ২৪ হাজার ৪৩৩ টি ভোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। গেরুয়া শিবিরের হয়ে ৩৬.৯৪ শতাএর, অর্থাৎ ৫ লক্ষ ৩৪ হাজার ২৬৮ টি ভোট পেয়েছিলেন সিদ্ধার্থশঙ্কর নস্কর।