Swami Vivekananada Janma Tithi Live Streaming: বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি, সরাসরি দেখুন এক ক্লিকে (দেখুন ভিডিও)

জন্মতিথির এই বিশেষ দিনটিতে স্বামীজির পছন্দ মতো প্রাতরাশ, মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের আয়োজন করা হয়। রামকৃষ্ণ মঠ এবং মিশন সূত্রে জানানো হয়েছে প্রাচ্য এবং পাশ্চাত্যের খাবার পছন্দ করতেন স্বামীজি।তাই তাঁর পছন্দের খাবারের আয়োজন করা হবে এই তিথিতে।

Swami Vivekanada Janmatithi at Belur Photo Credit: Wikimedia Common and Youtube@Ramakrishna Math & Ramakrishna Mission, Belur Math

মহা সমারোহে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি পালিত হচ্ছে আজ  বেলুড় মঠে। সেই উপলক্ষ্যে সকাল থেকেই ভক্তদের ভিড় বেলুড় মঠে। দিন ভর আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।ভোর ৪টে ৪৫ মিনিট নাগাদ বেলুড় মঠে স্বামীজির মন্দিরে মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। সারা দিন ধরে বিশেষ পুজো, হোম ইত্যাদি অনুষ্ঠান হবে স্বামীজির মন্দিরে। জন্মতিথির এই বিশেষ দিনটিতে স্বামীজির পছন্দ মতো প্রাতরাশ, মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের আয়োজন করা হয়। রামকৃষ্ণ মঠ এবং মিশন সূত্রে জানানো হয়েছে প্রাচ্য এবং পাশ্চাত্যের খাবার পছন্দ করতেন স্বামীজি।তাই  তাঁর পছন্দের খাবারের আয়োজন করা হবে এই তিথিতে।

যারা বেলুড় মঠ যেতে পারেননি তারা ঘরে বসেই এক ক্লিকেই  দেখতে পারেন সারা দিনের অনুষ্ঠান।