Suvendu Adhikari: তফসিলি বিধায়ক বীরবাহ হাঁসদা-র বিরুদ্ধে শুভেন্দুর 'কু কথা'র ভিডিয়ো প্রকাশ তৃণমূলের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাহ্যিক রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তৃণমূলের বিধায়ক-মন্ত্রী অখিল গিরিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অখিল গিরিকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Photo Credits: ANI

কলকাতা, ১৪ নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাহ্যিক রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তৃণমূলের বিধায়ক-মন্ত্রী অখিল গিরিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অখিল গিরিকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অখিলের বিতর্কিত মন্তব্যকে তৃণমূলের তফসিলি সম্প্রদায়ের মানুষদের প্রতি অপমান বলেও অ্যাখা দিয়েছে বিজেপি। এই বিতর্কের মাঝেই তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শুভেন্দু অধিকারীর একটি পুরনো ভিডিয়ো প্রকাশ করল।

যে ভিডিয়োতে শুভেন্দুকে জঙ্গলমহলের কন্যা হিসেবে পরিচিত বিধায়ক বীরবাহ হাঁসদা-র বিরুদ্ধে বিতর্কিত কথা ব্যবহার করতে শোনা যাচ্ছে। ভিডিয়োটিতে শুভেন্দু বলছেন, যারা এভাবে বসে আন্দোলন করছেন, দেবনাথ হাঁসদা এবং বীরবাহ হাঁসদা (তফসিলি বিধায়ক)-রা আমার জুতোর নিচে থাকার যোগ্য। আরও পড়ুন-পৌরসভার টিকিট না মেলায় টাওয়ারে উঠে বিক্ষোভ দেখালেন প্রাক্তন আপ কাউন্সিলর

দেখুন ভিডিয়ো

যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি 'লেটস্টলি'। এই ভিডিয়ো নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য এখনও জানা যায়নি।