Suvendu Adhikari:'মানুষ আপনার পিআর স্টান্ট দেখতে দেখতে ক্লান্ত' বাংলার বন্যা প্রসঙ্গে মমতাকে নিশানা শুভেন্দুর

রাজ্যের বন্যা পরিস্থিই খতিয়ে দেখতে বুধবার বিভিন্ন জায়গা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বন্যাকবলিত এলাকায় দাঁড়িয়ে এই পরিস্থিতির জন্য ডিভিসিকে তোপ দাগেন তিনি।

Suvendu Adhikari (Photo Credits: IANS)

কলকাতাঃ প্রবল বৃষ্টি(Heavy Rain) এবং ডিভিসির(D.V.C) জল ছাড়ার কারণে জেলায়-জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি(Flood Like Situation)। রাজ্যের বন্যা পরিস্থিই খতিয়ে দেখতে বুধবার বিভিন্ন জায়গা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। এ দিন বন্যাকবলিত এলাকায় দাঁড়িয়ে এই পরিস্থিতির জন্য ডিভিসিকে তোপ দাগেন তিনি। আর এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নিশানায় মমতা। এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, "প্রতিবার এই ধরনের পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় সরকার, ডিভিসি, ঝাড়খণ্ডের কাঁধে দোষ চাপিয়ে লাভ নেই। আপনি এবং আপনার প্রশাসন ব্যর্থ সেটা স্বীকার করুন। বর্ষা আসার আগে বা পড়ে কী পদক্ষেপ করেছে আপনার সরকার? বিভিন্ন খহেত্রে কাজের জন্য বিশ্ব ব্যাঙ্ক ৫০০০ কোটি টাকার লোন দিয়েছে। সেই টাকা কোথায় যাচ্ছে? তার ৭৫ শতাংশ তো শেষ।" শুধু তাই নয়, এরপর শুভেন্দু আরও বলেন, "মানুষ আপনার পিআর স্টান্ট দেখতে দেখতে ক্লান্ত। তাই এসব করে বাংলার মানুষকে আর বোকা বানানো যাবে না।"

 বাংলার বন্যা প্রসঙ্গে মমতাকে নিশানা শুভেন্দুর