RG Kar Hearing: দু-ঘণ্টা পর শুরু হল আরজি করের শুনানি, সমাজমাধ্যমে নির্যাতিতার ছবি দিয়ে হিন্দি গানে রিল, রাজ্যকে সুপ্রিম পদক্ষেপের নির্দেশ

এমনকি নির্যাতিতাকে নিয়ে ইউটিউবে যে স্বল্পদৈর্ঘ্যের ছবি মুক্তি পেতে চলেছে তা আটকানোর জন্যে আদালতে আবেদন জানান আইনজীবী বৃন্দা।

Supreme Court (Photo Credits: ANI)

সুপ্রিম কোর্টে (Supreme Court) শুরু হল আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলার শুনানি। সোমবার, ৩০ সেপ্টেম্বর দুপুর ২টো থেকে প্রধান বিচারপরি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল আরজি কর-কাণ্ডের মামলার। কিন্তু শুরুতে অন্য একটি মামলার শুনানি চলায় আরজি করের মামলার শুনানি শুরু হতে কিছুটা দেরি হয়। প্রায় দু ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্যে উঠল আরজি কর মামলাটি।

শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা অনুরোধ জানান, এদিনের সময় অনেকটা পেরিয়ে জায়ায় মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার যদি শুনানির হয়। তবে প্রধান বিচারপরি স্পষ্ট জানিয়ে দেন, এই শুনানির দিকে চেয়ে রয়েছে বিপুল সংখ্যক মানুষ। তাই আজই শুনানি হবে। এরপরেই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই (CBI)।

শুনানির শুরুতেই যে বিষয়টি উঠে এসেছে তা হল নির্যাতিতার ছবি এখনও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়া। নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার দাবি করেন, সোশ্যাল মিডিয়ায়া এখনও নিহত চিকিৎসকের ছবি ঘুরছে। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পরিবারের। আরও অভিযোগ ওঠে নির্যাতিতার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় হিন্দি গানে রিল বানানো হচ্ছে। এমনকি নির্যাতিতাকে নিয়ে ইউটিউবে যে স্বল্পদৈর্ঘ্যের ছবি মুক্তি পেতে চলেছে তা আটকানোর জন্যে আদালতে আবেদন জানান আইনজীবী বৃন্দা। এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিৎ রাজ্য সরকারের, জানালেন প্রধান বিচারপতি।

আজকের শুনানির জুনিয়র চিকিৎসকদের জন্যে ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ এই শুনানির পরেই তাঁরা তাঁদের কর্মবিরতি নিয়ে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন।



@endif