Sujata Mondal: সৌমিত্র গড়ে ১৮ হাজার ভোটে জিতলেন সাংসদের প্রাক্তন স্ত্রী তৃণমূলের সুজাতা মণ্ডল

পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে জিতলেন বিষ্ণপুরুর সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)-র প্রাক্তন স্ত্রী তৃণমূলের সুজাতা মণ্ডল (Sujata Mondal)। বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে প্রায় ১৮ হাজার ভোটের বড় ব্যবধানে জিতলেন সুজাতা

সুজাতা মণ্ডল (Picture Credits: ANI)

সৌমিত্রর ছায়া থেকে বেরিয়ে এসে অবশেষে জনপ্রতিনিধি হতে পারলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে জিতলেন বিষ্ণপুরুর সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)-র প্রাক্তন স্ত্রী তৃণমূলের সুজাতা মণ্ডল (Sujata Mondal)। বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে প্রায় ১৮ হাজার ভোটের বড় ব্যবধানে জিতলেন সুজাতা। গত বিধানসভায় আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বিজেপি-র মধুসুদন বাগের কাছে ৭ হাজারের মত ভোটে হেরেছিলেন সুজাতা।

বিষ্ণুপুরে বিজেপি-র টিকিটে দাঁড়িয়ে সাংসদ সৌমিত্রর জয়ের পিছনে বড় ভূমিকা নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন সুজাতা। পরে সম্পর্কে তিক্ততা আসায় সৌমিত্রর সঙ্গে সুজাতার ডিভোর্সের পর দু জনের রাজনৈতিক লড়াইও শুরু হয়। সৌমিত্র বিজেপিতেই থেকে যান, সেখানে সুজাতা যোগ দেন তৃণমূলে। জোর জল্পনা আগামী বছর বিষ্ণুপুর লোকসভায় সাংসদ সৌমিত্রর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করতে পারে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা-কে।

এদিকে, নন্দীগ্রাম বিধানসভায় মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত ৷ ২০১৮-য় নন্দীগ্রাম ১৭ পঞ্চায়েতই ছিল তৃণমূলের দখলে ৷ কিন্তু ২০২১ এর পর ২০২৩ সালেও সেখানে পদ্মের জয়জয়কার। নন্দীগ্রামে ৬ পঞ্চায়েতে ফুটল পদ্ম ফুল ৷ নন্দীগ্রাম ১ ব্লকে ৩টি পঞ্চায়েত বিজেপির দখলে ৷ নন্দীগ্রাম ২ ব্লকেও বিজেপির দখলে ৩ পঞ্চায়েত ৷



@endif