Aliah University: আলিয়ার ঘর থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ, রহস্যমৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ
আবারও হস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার মৃত্যদেহ। এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাস থেকে উদ্ধার হল তৃতীয় বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ।
আবারও হস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার মৃত্যদেহ। এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্র আবাস থেকে উদ্ধার হল তৃতীয় বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত তরুণের নাম আব্দুল রহমান (২৪)। বাড়ির মালদার বৈষ্ণবগরের কালীনগরে। সোমবার দেহ উদ্ধার হতেই খবর দেওয়া হয় টেকনো সিটি থানায় (Techno City Police)। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এমনকী ঘর থেকে কোনও সুইসাইট নোটও উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে বন্ধুবান্ধব, সহপাঠীদের জেরা শুরু করেছে পুলিশ। তবে এক তরুণীর খোঁজ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
সহপাঠী ও পরিবারের লোকজনেরা জানিয়েছেন, সবকিছুই স্বাভাবিক ছিল। এবং কারোর সঙ্গেই কোনও ঝগড়া ঝামেলা ছিল না তাঁর। সকলের সঙ্গে হাসিমুখেই মিশতেন সে। ফলে কেন তাঁর মৃত্যু হল সেই কারণ এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, এক তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, দিনকয়েক ধরে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ঝামেলাও হয়। ফলে অনুমান, সেই কারণেই সম্ভবত আত্মঘাতী হয়েছেন। যদিও এই ঘটনার পর ওই তরুণীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
জানা যাচ্ছে, সোমবার বিকেলেও তাঁকে দেখা গিয়েছিল। তবে তারপরে সে রুমে ঢুকে যাওয়ার পর থেকেই কেউ আর বাইরে বেরোতে দেখেননি। এক সহপাঠী তাঁর ঘরের দরজায় দীর্ঘক্ষণ ধাক্কাধাক্কি করার পর না খোলায় একজন জানলা দিয়ে কোনরকমে উঁকি মেরে দেখতে পায় যে আব্দুলের দেহ শূন্যে ঝুলছে। এরপর বাকিরা এসে দরজা ভাঙলে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। তারপরেই টেকনো সিটি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আব্দুলকে মৃত বলে ঘোষণা করা হয়।