Partha Chatterjee, SSC Scam: পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আবেদন খারিজ, ২২ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে
গ্রেফতার হয়েছেন পাঁচ মাস হয়ে গেল তবু মিলল না জামিন। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আবেদন খারিজ হয়ে গেল।
কলকাতা, ১২ ডিসেম্বর: Partha Chatterjee গ্রেফতার হয়েছেন পাঁচ মাস হয়ে গেল তবু মিলল না জামিন। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। আলিপুর আদালতে প্রভাবশালী তত্ত্বতেই আরও একবার খারিজ হল বেহালা পশ্চিমের বিধায়কের জামিনের আবেদন। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের শীর্ষস্তরের নেতা পার্থর বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে জড়িত থাকার সরাসরি অভিযোগ এনেছে সিবিআই। চলতি বছর ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। আরও পড়ুন-তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
এদিন শুনানির আগে আদালতে ঢোকার মুখে পার্থ তাঁর দল তৃণমূলের হয়ে মুখ খোলেন। দলের একটা অংশ তাঁর পাশ থেকে সরে এলেও পার্থ বুঝিয়ে দিলেন, তিনি দিদির পাশেই আছেন। বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইন নিয়ে পার্থ বলেন, " কেউ তৃণমূলে ক্ষতি করতে পারবে না। কেউ পারবে না।" পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকেও আলিপুর আদালতে হাজির করানো হয়।