Kolkata Kali Puja 2023: দুম ফট ফট ফটাস, দীপাবলির সন্ধ্যায় শব্দবাজির দাপট, দূষণের আতসবাজির ধোঁয়ায় মুখ ঢাকছে কলকাতা
কোথায় নিষিদ্ধ! কোথায় সচেতনতা! কোথায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ? গত কয়েকদিনে কলকাতায় বাজি বিক্রি সেভাবে হতে দেখা যায়নি।
পার্থ প্রতিম চন্দ্র: কোথায় নিষিদ্ধ! কোথায় সচেতনতা! কোথায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ? গত কয়েকদিনে কলকাতায় বাজি বিক্রি সেভাবে হতে দেখা যায়নি। মনে করা হচ্ছিল এবার কলকাতায় বাজির দাপট সেভাবে হবে না। কিন্তু কোথায় কী! সন্ধ্যা নামতেই কলকাতার বেশ কিছু জায়গায় শব্দবাজির দাপট। মধ্য কলকাতা, পার্ক-সাকার্সের কিছু জায়গা বাদ দিলে মহানগর জুড়ে চলল শব্দবাজি, দূষণ ছড়ানো আতসবাজি। গ্রিন বাজির সঙ্গে দিব্যি দেখা গেল নিষিদ্ধ বাজিও।
শব্দবাজির দৈত্য সবচেয়ে বেশী দাপট দেখালো বেহালায়। বেহালার রবীন্দ্রনগর এলাকায় শব্দবাজির দাপট এতটাই যা শুনে স্থানীয়রা বললেন, গত পাঁচ বছরে এত শব্দ কালীপুজোয় হয়নি। প্রশাসনের কর্তারাও অবাক শব্দবাজির এই দাপট দেখে। কালীপুজোর মুখে কলকাতায় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করেছিল পুলিশ। সবুজ বাজির নামে শহরে নিষিদ্ধ বাজি পাচার রুখতে নাকা চেকিং চলেছিল। কিন্তু এরপরেও কালীপুজোর সন্ধ্যা থেকে রাত ক্রমে শোনা গেল.. দুম ফট ফট ফটাস...
কিন্তু এত বাজি মানুষ কিনল কবে? গতকালও শহরবাসীর অনেকেই হতাশ হয়ে বলছিলেন, বাজির বাজার এবার তেমন জমেনি। বাজি অনেক জায়গাতেই মিলছে না। কিন্তু কালীপুজোর সন্ধ্যায় সব হিসেব গুলিয়ে গেল। তবে প্রশাসনের অনেকেই বলছেন, বাজির দাপট কমেছে ঠিকই তবে কিছু জায়গায় নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে।
প্রশাসনের কর্তারা বলছেন, রাজ্যে শব্দবাজির মাত্রা বেড়ে ১২৫ ডেসিবেল হওয়ায় শব্দ কিছুটা নিয়ন্ত্রণহীন শোনাচ্ছে। কলকাতায় শব্দবাজি, দূষণের মাত্রা সংক্রান্ত তথ্য এখনও হাতে আসেনি। সেটা এটা বোঝা গেল কতটা মাত্রা ছাড়িয়েছে কলকাতার কালীপুজোর সন্ধ্যা-রাতের উন্মাদানা।