Six TMC MLA Swearing Ceremony: আজ বিধানসভায় ছয় বিধায়কের শপথগ্রহণ, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাঁদের শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস আজ পশ্চিমবঙ্গ বিধানসভার রাজ্যের নব নির্বাচিত ছয় নবনির্বাচিত সদস্যকে শপথ ও শপথবাক্য পাঠ করান। কলকাতার বিধানসভায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বহুদিন পর একই ফ্রেমে পাওয়া গেল দু'জনকে। কিন্তু অনুষ্ঠান শুরু হতেই বিধানসভা কক্ষে থাকলেন না কোনও বিজেপি বিধায়ক।
গত ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়।মেদিনীপুর, মাদারিহাট, সিতাই, তালডাংড়া, নৈহাটি ও হাড়োয়া এই ছয়টি আসনেই জয়ী হয়েছে শাসকদলের প্রার্থীরা। সিতাই আসনের সঙ্গীতা রায় প্রথমে শপথ নেন। এরপর মাদারিহাট থেকে জয়প্রকাশ টপ্পো, হারোয়া থেকে রবিউল ইসলাম, নৈহাটি থেকে সনাতন দে, মেদিনীপুর থেকে সুজয় হাজরা এবং তালডাংরা বিধানসভা কেন্দ্র থেকে ফাল্গুনী সিনহা বাবু শপথ নেন।
অতীতে উপ নির্বাচনে জয়ী প্রার্থীদের শপথগ্রহণ নিয়ে বিধানসভা বনাম রাজভবনের মধ্যে একাধিকবার জটিলতা দেখা গিয়েছে। কখনও জয়ী প্রার্থীদের বিধানসভার পরিবর্তে রাজভবনে ডেকে শপথবাক্য পাঠ করাতে চেয়েছিলেন বোস, কখনও বা স্পিকারের পরিবর্তে সেই দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে। তা নিয়ে কম বিতর্কও হয়নি। তবে, এবারে সেই পরিস্থিতি তৈরির সম্ভাবনা কমই ছিল। ফল প্রকাশের পর নিয়ম মেনে বিধানসভার তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথের বিষয়টি নিয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন। পরিষদীয় দলের তরফেও রাজ্যপালের কাছে বার্তা পাঠানো হয়। বিধানসভা থেকে স্পিকারের চিঠি যাওয়ার পরই রাজভবনের তরফে জবাবি চিঠিতে জানানো হয়, সোমবার রাজ্যপাল বোস নিজেই বিধানসভায় গিয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করাবেন।
বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে এলেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-