Sealdah-Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের ফেরাতে বিশেষ পরিষেবা, শিয়ালদহের উদ্দেশে রওনা দিল ট্রেন

যাত্রীদের শিয়ালদহ ফিরিয়ে আনতে বেলা ১২:৪০ নাগাদ একটি বিশেষ ট্রেন ছেড়েছে। যাত্রীদের অধিকাংশই মালদা এবং বোলপুরের। বেশির ভাগ যাত্রীই সুরক্ষিত রয়েছেন।

Sealdah-Kanchanjungha Express Accident (Photo Credits: X)

সোমবার সকালে শিয়ালদহ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে নিউ জলপাইগুড়ি থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ৮টা ৫০ মিনিট নাগাদ রাঙাপানি স্টেশনের কাছে দূরপাল্লার ট্রেনটি যখন সিগন্যালে দাঁড়িয়েছিল এমন সময়ে একটি মালগাড়ি পিছন থেকে সজোরে এসে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই উদ্ধার কাজ প্রায় শেষে পথে। আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে চালু করা হল অতিরিক্ত পরিষেবা। পূর্ব রেলের চিফ পিআরও সূত্রে খবর, যাত্রীদের শিয়ালদহ ফিরিয়ে আনতে বেলা ১২:৪০ নাগাদ একটি বিশেষ ট্রেন ছেড়েছে। যাত্রীদের অধিকাংশই মালদা এবং বোলপুরের। বেশির ভাগ যাত্রীই সুরক্ষিত রয়েছেন। এছাড়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে বাসের পরিষেবা চালু করা হয়েছে।

অতিরিক্ত পরিষেবা... 

কলকাতা এবং শিলিগুড়ি যোগাযোগের মেন লাইনে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার ব্যাহত হয়েছে উত্তরবঙ্গের রেল পরিষেবা। রাজধানী, বন্দে ভারত সহ বেশ কিছু ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। যদিও বিএফএফ জওয়ান, রাজ্য এবং কেন্দ্রীয় মোকাবিলা বাহিনীর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ প্রায় শেষের দিকে। পাশের লাইনে ছিটকে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি তুলে লাইন পরিষ্কার করতে আনা হয়েছে জেসিবি।

প্রধানমন্ত্রী অফিসে তরফে দার্জিলিংয়ে (Darjeeling) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express) দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।