Kanchanjungha Express Accident: 'সকাল ৯টায় দুর্ঘটনার খবর পাই, সেই থেকে পরিস্থিতি পর্যালোচনা চলছে', বললেন মুখ্যমন্ত্রী
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি সকাল ৯টায় দুর্ঘটনার খবর পাই। তারপর থেকে মুখ্যসচিব এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পরিচালনা করছি।'
শিলিগুড়ি, ১৭ জুন: উত্তরবঙ্গের (North Bengal) রাঙাপানিতে সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjungha Express) দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯-এ দাঁড়িয়েছে। সেই সঙ্গে বাড়ছে আহতর সংখ্যাও। দুর্ঘটনার পর উত্তরবঙ্গে পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি সকাল ৯টায় দুর্ঘটনার খবর পাই। তারপর থেকে মুখ্যসচিব এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পরিচালনা করছি।' মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, আহতদের সাহায্য করতে এবং পুনরুদ্ধারের কাজ শুরু করার জন্য মেডিক্যাল ভ্যান, বিপর্যয় দল এবং চিকিৎসকদের একাধিক দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।
পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দেখতে তিনি উত্তরবঙ্গে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান, কৃষ্ণনগরের অনেকে আহত অবস্থায় হাসপাতালে। সেই সঙ্গে আরও অনেকে রয়েছেন। তিনি প্রায় প্রত্যেকের সঙ্গে কথা বলেছেেন বলেও জানান মুখ্যমন্ত্রী।