East-West Metro: মেট্রোর কাজের জন্য আজ থেকে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল, অন্যদিকে রবিবার থেকে চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর একাংশ
আজ থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুলের একাংশ। চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। শিয়ালদহের বিদ্যাপতি উড়ালপুলের নীচ দিয়ে তৈরি হবে মেট্রোর টানেল। সেই কারণেই আজ, কাল এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুলের একাংশ। আজ গান্ধী জয়ন্তীর ছুটি। তাই আজ যানজটের খুব একটা সমস্যা হবে না।
কলকাতা, ২ অক্টোবর: আজ থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুলের (Sealdah Flyover) একাংশ। চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) কাজ। শিয়ালদহের বিদ্যাপতি উড়ালপুলের নীচ দিয়ে তৈরি হবে মেট্রোর টানেল। সেই কারণেই আজ, কাল এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুলের একাংশ। আজ গান্ধী জয়ন্তীর ছুটি। তাই আজ যানজটের খুব একটা সমস্যা হবে না।
তার সঙ্গে শনি ও রবিবার, পরপর তিনদিন ছুটি থাকায়, খুব বেশি যানজট হবে না বলে অনুমান করছে পুলিশ। ট্রাফিক পুলিশ জানায়, দক্ষিণমুখী গাড়িগুলিকে মানিকতলা থেকে আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে ধর্মতলার দিকে ঘোরানো হবে। অন্যদিকে, উত্তরমুখী গাড়িগুলিকে মৌলালি থেকে এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আরও পড়ুন, করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প
এবিপি আনন্দের খবর অনুযায়ী, পুজোর আগেই কলকাতাবাসীর জন্য সুখবর। রবিবার থেকে সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। উদ্বোধন হবে এই রুটের সপ্তম স্টেশন ফুলবাগানের। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডেকেও।