Sandip Ghosh:মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ খোয়ালেন সন্দীপ ঘোষ, আর জি করেও বড় বদল আনল স্বাস্থ্যভবন
লাগাতার ছয়দিন ধরে যখন সিবিআইয়ের জেরার মুখে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ তখন তাঁর নিয়োগ বাতিলের দাবিতে স্বাস্থ্যভবন অভিযান করেন ডাক্তারি পড়ুয়ারা।
কলকাতাঃ ন্যাশানাল মেডিক্যাল কলেজের(National Medical College) অধ্যক্ষ পদ থেকে সরানো হল সন্দীপ ঘোষকে(Sandip Ghosh)। বুধবার সন্ধ্যায় তাঁর নির্দেশিকা প্রত্যাহার করে রাজ্যসরকার। এই খবর প্রকাশ্যে আনেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। প্রসঙ্গত, গত ১২ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের(R G Kar Medical College and Hospital) অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ। যদিও ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ন্যাশ্যানাল মেডিক্যাল কলেজেরঅধ্যক্ষ পদে বসানো হয়। আর এরপরি শুরু হয় বিতর্ক। তাঁর বিরুদ্ধে ভুড়িভুড়ি অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাঁকে এত তোষামদ? প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে। সন্দীপকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে নিয়োগ করতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানকার পড়ুয়ারা। অধ্যক্ষের ঘরের সামনে ঝুলিয়ে দেওয়া হয় তালা। এখানেই শেষ নয়, লাগাতার ছয়দিন ধরে যখন সিবিআইয়ের জেরার মুখে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ তখন তাঁর নিয়োগ বাতিলের দাবিতে স্বাস্থ্যভবন অভিযান করেন ডাক্তারি পড়ুয়ারা। অবশেষে স্বাস্থ্যসচিব জানান পড়ুয়াদের দাবি মেনে নিয়েছে সরকার। অন্যদিকে সন্দীপ ঘোষের পদত্যাগের পর আর জি করের অধ্যক্ষ পদে বসানো হয় সুহৃতা পালকে। তবে এদিন নবনিযুক্ত অধ্যক্ষকেও বদলি করা হয় বলে খবর। এছাড়া রেসিডেন্ট চিকিৎসক এবং পড়ুয়াদের দাবি মেনে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং অ্যাসিসট্যান্ট সুপারসহ আরজি করের আরও একাধিক শীর্ষ আধিকারিককে সরিয়ে দেয় স্বাস্থ্যভবন।
ঘরে-বাইরে চাপে সন্দীপ ঘোষ