Sandeshkhali: 'আমরা কি মানসম্মান ফেরৎ পাব?' প্রশ্ন সন্দেশখালির মহিলাদের

সন্দেশখালির মহিলাদের প্রশ্ন, আমাদের মান সম্মান কি ফেরৎ দিতে পারবে? আমাদের মান, সম্মান যেভাবে হারিয়েছে, তা কি ফেরৎ আসবে বলে প্রশ্ন তোলেন মহিলারা।

Victims Of Sandeshkhali (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি: সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সন্দেশখালি নিয়ে যখন উত্তেজনা চড়তে শুরু করেছে, সেই সময় ক্ষোভ উগরে দিলেন সেখানকার মহিলারা। সন্দেশখালির মহিলাদের প্রশ্ন, আমাদের মান সম্মান কি ফেরৎ দিতে পারবে? আমাদের মান, সম্মান যেভাবে হারিয়েছে, তা কি ফেরৎ আসবে বলে প্রশ্ন তোলেন মহিলারা। পাশাপাশি পুলিশ শেখ শাহজাহান এবং শিবুদের কখনও হেফাজতে নেবে না বলেও মন্তব্য করেন সেখানকার মহিলাদের একাংশ।

শুনুন কী বললেন সন্দেশখালির মহিলারা...

 

 

এদিকে সন্দেশখালি যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar )। টাকিতে বিজেপি নেতৃত্বকে পুলিশ আটকানোর চেষ্টা করলে, সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। সন্দেশখালিতে যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতিকে হোটেলে ফেরাতে চায় পুলিশ। সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বিজেপি সাংসদ।

আরও পড়ুন: Sukanta Majumdar: সন্দেশখালি যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বিজেপির সুকান্ত মজুমদার, পড়লেন লুটিয়ে

বিজেপির রাজ্য সভাপতি অসুস্থ হওয়ার পরপরই তাঁকে বসিরহাট হাসপাতালে করা হয় ভর্তি । আপাতত সেখানেই সুকান্ত মজুমদারের চিকিৎসা চলছে। সুকান্ত মজুমদার একটু সুস্থ হলে, তাঁকে কলকাতায় এনে চিকিৎসা করানোর পরিকল্পনা রয়েছে বলে খবর।