Sandeshkhali Update: নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল, অজিত মাইতিকে পদ থেকে সরাল তৃণমূল

শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে সরিয়ে অজিতকে বেড়মজুর ১ নম্বর অঞ্চল সভাপতি বলে ঘোষণা করে এসেছিলেন রাজ্যের দুই মন্ত্রী। সিদ্ধান্তের ২৪ ঘণ্টা পার হতে না হতেই অপসারিত অজিত মাইতি।

Ajit Maity (Photo Credits: X)

সন্দেশখালি, ২৫ ফেরুয়ারিঃ নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই অপসারিত হলেন সন্দেশখালির (Sandeshkhali) বেড়মজুর ১ নম্বর অঞ্চল সভাপতি অজিত মাইতি (Ajit Maity)। রবিবার অজিতকে দেখা মাত্রই তাড়া করেন ক্ষিপ্ত গ্রামবাসী। তাঁদের দাবি, এখনই গ্রেফতার করতে হবে তৃণমূল নেতাকে। গ্রামবাসীর অভিযোগ, অজিত শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যক্তি। বেআইনি ভাবে গ্রামে জমি জবরদখলে শাহজাহানের সঙ্গে জড়িত রয়েছেন তিনিও। গ্রামবাসীর তাড়া খেয়ে অঞ্চল সভাপতি ঢুকে পড়েন একজনের বাড়িতে। ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দেন ভিতর থেকে। বাইরে থেকে বাড়ি ঘিরে ফেলে বিক্ষোভ দেখায় গ্রামের আন্দোলনকারী মহিলারা। জনরোষের বহর দেখে অজিত মাইতি কোনও দিন তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন না বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক।

শনিবার গ্রামবাসীর সঙ্গে কথা বলে সন্দেশখালি (Sandeshkhali) এসেছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick) এবং সুজিত বোস (Sujit Bose)। এদিন শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে সরিয়ে অজিতকে বেড়মজুর ১ নম্বর অঞ্চল সভাপতি বলে ঘোষণা করে এসেছিলেন রাজ্যের ওই দুই মন্ত্রী। সিদ্ধান্তের ২৪ ঘণ্টা পার হতে না হতেই অজিতকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা মানুষের উপর অত্যাচার করেছেন দল তাঁদের পাশে নেই।'