Akhilesh Yadav On Mamata: তৃণমূলের ভূয়সী প্রশংসা, বিজেপিকে হারিয়ে মমতাকে জেতানোর জন্য কলকাতার মানুষকে অভিনন্দন অখিলেশের

আগামীকাল থেকে কলকাতায় শুরু হতে চলেছে সমাজবাদী পাটির জাতীয় কর্মসমিতির দুদিনের বৈঠক। তাতে যোগ দিতে ও তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক বৈঠক করতে শুক্রবার পশ্চিমবঙ্গে এসেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব।

Photo Credits: ANI

কলকাতা: আগামীকাল থেকে কলকাতায় (Kolkata) শুরু হতে চলেছে সমাজবাদী পাটির জাতীয় কর্মসমিতির (Samajwadi Party National Executive Meeting) দুদিনের বৈঠক। তাতে যোগ দিতে ও তৃণমূল সুপ্রিমো (TMC Chief) এবং রাজ্যের মুখ্যমন্ত্রী (West Bengal Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রাজনৈতিক বৈঠক করতে শুক্রবার পশ্চিমবঙ্গে এসেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব (SP chief Akhilesh Yadav)। আর এখানে এসেই তৃণমূল কংগ্রেসের ভূয়সী প্রশংসা করলেন তিনি। সেই সঙ্গে বিজেপিকে (BJP) হারিয়ে রাজ্যে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতায় আনার জন্য কলকাতার মানুষকে অভিনন্দন (congratulate) জানালেন।

এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপিকে হারানোর ও দিদিকে ভোট দেওয়ার জন্য কলকাতার মানুষকে আমি অভিনন্দন জানাই। সংবিধানকে (constitution) বাঁচানোর জন্য সমাজবাদী পার্টি সবকিছু করতে পারে। বিজেপি কংগ্রেসের (Congress) বিরুদ্ধে দেশের নামে বদনাম করার অভিযোগ জানাচ্ছে কিন্তু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও সংবিধানকে অশ্রদ্ধা করছেন। বিজেপির এই বিষয়ে শোনা উচিত।"

বেকারত্ব (Unemployment) ও জিনিসপত্রের দামবৃদ্ধির (cost of living) জন্য কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে অখিলেশ আরও বলেন, "বেকারত্ব ও জীবনযাপনের খরচ প্রচণ্ড বেড়ে গেছে। যারা বিজেপি পার্টিতে যোগ দিচ্ছে তাদের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে না ইডি-সিবিআই (ED-CBI)। তবে যাই হোক যারা সংবিধানকে অসম্মান করে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। যে কোনও মূল্যেই সংবিধানকে রক্ষা করব আমরা।" আরও পড়ুন: BSF: কৃষ্ণনগরে পাচারের সময় দুটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করল বিএসএফ