Salt Lake Student Death: ফের দুই বাসের রেষারেষির বলি স্কুল পড়ুয়া, সল্টলেকে মৃত্যু তৃতীয় শ্রেণির শিশুর
মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে স্কুটিতে করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিশুর। সল্টলেকের ২ নম্বর গেটের সামনে দুই বাসের রেষারেষির জেরেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।
Salt Lake Student Death: শহর কলকাতায় ফের দুই বাসের রেষারেষির বলি হল স্কুল পড়ুয়া। মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে স্কুটিতে করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিশুর। সল্টলেকের (Salt Lake) ২ নম্বর গেটের সামনে দুই বাসের রেষারেষির জেরেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। শিশু মৃত্যুর ঘটনায় ফুঁসছে স্থানীয়রা। রাস্তাজুড়ে চলছে বিক্ষোভ, অবরোধ। সল্টলেকের ঘটনা বেহালা এবং বাঁশদ্রোণীর স্মৃতি ফেরাচ্ছে। বাসের বেপরোয়া গতির কারণে সেখানেও দুই স্কুল পড়ুয়াকে বলি হতে হয়েছিল।
জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে সল্টলেকের ২ নম্বর গেটের কাছে বাস দুর্ঘটনাটি ঘটে। সকালে স্কুল ছুটির পর মায়ের সঙ্গে স্কুটিতে করে ফিরছিল তৃতীয় শ্রেণির আয়ুষ পাইক। তাঁর বাড়ি মানিকতলায়। ফেরার পথে সল্টলেক-হাওড়া রুটের বাস পিছন থেকে ধাক্কা মারে ওই স্কুটিতে। ২১৫-রুটের দুই বাস নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়েই দুর্ঘটনা ঘটিয়েছে, এমনই অভিযোগ স্থানীয়দের। দুর্ঘটনার সময়ে স্কুটিতে মোট তিনজন ছিলেন। আয়ুষ ছাড়াও আরও একটি শিশু ছিল স্কুটিতে। তিনজনকেই উদ্ধার করে উল্টোডাঙার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যায় ১১ বছরের শিশুটি।
এরপরেই এলাকা ক্রমশ অশান্ত হয়ে ওঠে। পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বেহালা এবং বাঁশদ্রোণীর মতই এবারেও পুলিশের বিরুদ্ধে ওঠে গাফিলতির অভিযোগ। বাস ভাঙচুর করা হয়। স্থানীয় বাসিন্দার জানাচ্ছেন, ওই রাস্তায় একাধিক বেসরকারি স্কুল এবং হাসপাতাল রয়েছে। নিত্য স্কুল বাস এবং অ্যাম্বুলেন্স যাতায়াত করে। বহু মানুষের আনাগোনা সেখানে। অথচ পুলিশের নজরদারিতে খামতি রয়েছে। পুলিশের সক্রিয় নজর থাকলে এমন দুর্ঘটনা ঘটত না।