প্রয়াত রুমা গুহ ঠাকুরতা, ৮৪ বছর বয়েসে মৃত্যু অভিনেত্রীর, বিকেলে শেষকৃত্য
য়াত রুমা গুহ ঠাকুরতা। কলকাতায় নিজের বাড়িতে ঘুমের মধ্যেই মারা যান ক্যালকাটা ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা
কলকাতা, ৩জুন,২০১৯: প্রয়াত রুমা গুহ ঠাকুরতা (Ruma Guha Thakurta)। কলকাতায় নিজের বাড়িতে ঘুমের মধ্যেই মারা যান ক্যালকাটা ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা। সোমবার ভোর সওয়া ৬টা নাগাদ ৩৮ বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে বর্ষীয়াণ অভিনেত্রীর। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
কিছু দিন আগেই ছেলে অমিত কুমারের (Amit Kumar) বাড়িতে গিয়েছিলেন। মাস তিনেক অমিতের বাড়িতেই ছিলেন। কয়েক দিন আগেই কলকাতায় ফেরেন রুমা। বিকেলে ছেলে অমিত এলেই শেষকৃত্য সম্পন্ন হবে হবে বলে জানানো হয়েছে। কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা। তাঁদের সন্তান অমিত। কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর রুমার সঙ্গে বিয়ে হয় অরূপ গুহ ঠাকুরতার।