Roopa Ganguly: রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিজেপির ভার্চুয়াল বৈঠক ছাড়লেন রূপা গঙ্গোপাধ্যায়
কী কারণে রূপা গঙ্গোপাধ্যায় ওই বৈঠক ছেড়ে বেরিয়ে যান, সে বিষয়ে কিছু খোলসা করেননি বিজেপি নেতৃত্ব। মুখ খোলেননি রূপাও। তবে এই প্রথম নয়, এর আগেও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় রূপা গঙ্গোপাধ্যায়কে।
কলকাতা, ১ ডিসেম্বর: বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফের তোপ দাগলেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। কলকাতা পুরসভা (KMC) নির্বাচনে প্রার্থী ঘোষণার পর ভার্চুয়াল বৈঠকে বসেন বিজেপি নেতৃত্ব। কলকাতা পুরসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতেই বৈঠকে বসে গেরুয়া শিবির। বিজেপির (BJP) রাজ্য নেতৃত্বের সঙ্গে ওই বৈঠকে হাজির হন রূপা গঙ্গোপাধ্যায়ও। সেই বৈঠকেই নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন বিজেপির এই নেত্রী। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই তা নিয়ে জল্পনা ছড়ায়।
তবে কী কারণে রূপা গঙ্গোপাধ্যায় ওই বৈঠক ছেড়ে বেরিয়ে যান, সে বিষয়ে কিছু খোলসা করেননি বিজেপি নেতৃত্ব। মুখ খোলেননি রূপাও। তবে এই প্রথম নয়, এর আগেও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় রূপা গঙ্গোপাধ্যায়কে।
মঙ্গলবার রাতে রূপা গঙ্গোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে এরকটি স্টেটাস শেয়ার করেন। যেখানে সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় মৃত বিজেপি কাউন্সিলর তিস্তা দাসের মৃত্যুর পর তাঁর স্বামী গৌরবের পাশে থাকার বার্তা দেন রূপা গঙ্গোপাধ্যায়। গাড়ি দুর্ঘটনায় তিস্তার মৃত্যু হয়েছে, না কি তাঁকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয় তাঁর কাছে। এরপরই তিনি তিস্তার স্বামী গৌরবের পাশে থাকার ঘোষণা করেন।