Polba Accident: টানা আটদিন লড়াই শেষে মৃত্যু পোলবা পুলকার দুর্ঘটনায় পড়ুয়া ঋষভের

টানা ৮ দিনের লড়াইয়ের পর বাঁচানো গেল না ঋষভকে। মৃত্যুর কোলে ঢেলে পড়ল ছেলেটি। শনিবার ভোরবেলা এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল পোলবা কাণ্ডে আহত ঋষভ সিংয়ের। অন্যদিকে শুক্রবার মায়ের ডাকে সাড়া দেয় আরও এক আহত স্কুলপড়ুয়া দিব্যাংশু ভগত। গত ১৪ ফেব্রুয়ারি পোলবায় স্কুল যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হয় ঋষভ এবং দিব্যাংশু। গ্রিন করিডর করে দুজনকেই আনা হয় এসএসকেএমে। এরপর দুজনকেই রাখা হয় ভেন্টিলেশনে। ঋষভের অবস্থা সঙ্কটজনক থাকায় ECMO এবং ভেন্টিলেশন, দুটোই চলতে থাকে।

Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ২২ ফেব্রুয়ারি: টানা ৮ দিনের লড়াইয়ের পর বাঁচানো গেল না ঋষভকে। মৃত্যুর কোলে ঢেলে পড়ল ছেলেটি। শনিবার ভোরবেলা এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল পোলবা কাণ্ডে আহত ঋষভ সিংয়ের। অন্যদিকে শুক্রবার মায়ের ডাকে সাড়া দেয় আরও এক আহত স্কুলপড়ুয়া দিব্যাংশু ভগত। গত ১৪ ফেব্রুয়ারি পোলবায় (Polba) স্কুল যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হয় ঋষভ (Rishav Singh) এবং দিব্যাংশু। গ্রিন করিডর করে দুজনকেই আনা হয় এসএসকেএমে। এরপর দুজনকেই রাখা হয় ভেন্টিলেশনে। ঋষভের অবস্থা সঙ্কটজনক থাকায় ECMO এবং ভেন্টিলেশন, দুটোই চলতে থাকে।

কিন্তু ECMO-তে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাসও আর কাজে আসল না। সংক্রমণের পরিমাণও বাড়ছিল। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, অক্সিজেন না পৌঁছানোতেই মস্তিস্ক "কর্মক্ষমতা" হারিয়েছিল আগেই। গত দুদিন ধরে অবস্থার আরও অবনতি হওয়ায় উদ্বেগ আরও বাড়ছিল চিকিৎসকদের। শুক্রবার সন্ধ্যার পর আশঙ্কা আরও বেড়ে যায়। চিকিৎসকরা অস্ত্র প্রয়োগ করলেও কোনও সাড়া দেয়নি ঋষভ। মাল্টিঅর্গান ফেলিওর হতে থাকে। এদিন রক্তের কর্মক্ষমতা বজায় রাখতে ফের সিঙ্গেল ডোনার প্লেটলেট দেওয়ার সিদ্ধান্ত নেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা। কিন্তু শরীর নিতে পারেনি কিছুই। ব্যর্থ হয় সব চেষ্টা।

আরও পড়ুন, যৌন হেনস্থার ভয়ে ‘বাউন্ডুলে’ মেয়ের পায়ে শিকল পরিয়ে রাখেন মা!

শারীরিক অবনতির খবর পেয়ে শুক্রবার রাতেই হাসপাতালে চলে আসেন ঋষভের পরিবার। শেষপর্যন্ত শনিবার ভোর ৫টা নাগাদ থেমে গেল ছোট্ট ঋষভের লড়াই। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা। কাউন্সিলর পুত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে পোলবাতেও।