RG Kar Rape and Murder Case: ‘আপনি বলছেন তাই, কিন্তু আমি তা দেখছি না’, ভাইরাল অডিও ক্লিপ নিয়ে রহস্যময় মন্তব্য তিলোত্তমার বাবার
তিলোত্তমার পরিবার ও হাসপাতালের সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে দাবি করা ভাইরাল অডিও ক্লিপ নিয়ে প্রতিক্রিয়া জানালেন তিলোত্তমার বাবা।
কলকাতা: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের (Rape-Murder) ঘটনার ২২ দিন কেটে গিয়েছে, কিন্তু অপরাধীদের এখনও কিনারা হল না। যত দিন যাচ্ছে, রহস্য যেন ঘনীভূত হচ্ছে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ভুক্তভোগীর পরিবার ও হাসপাতালের সহকারী সুপারিনটেনডেন্টের ফোনালাপ হয়। প্রকাশ পাওয়া সেই অডিও ক্লিপ (Audio Clip) নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে। এদিকে ভুক্তভোগীর বাবা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘কোথা থেকে, কীভাবে (পরিবার ও হাসপাতালের সহকারী সুপারিনটেনডেন্টের ফোনালাপ) ভাইরাল হয়েছে তা আমরা জানি না। আমরা এর দায় নেব না।’ ফোনের গলাটি তাঁরই কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি বলছেন তাই, কিন্তু আমি তা দেখছি না। এই বিষয়টি তদন্তে কোনও প্রভাব ফেলবে না।’
উল্লেখ্য, সপ্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপে একজন মহিলা যিনি নিজেকে হাসপাতালের সহকারী সুপারিনটেনডেন্ট (Assistant Superintendent) হিসাবে পরিচয় দিয়েছেন এবং ফোনের ওপারে থাকা ব্যক্তিদের তিলোত্তমার পরিবার বলে দাবি করা হয়েছে।