RG Kar Case: আরজি কর কাণ্ডে মঙ্গলে সুপ্রিম শুনানি, সিবিআই বনাম রাজ্যের মাঝে বিচারের আশায় শীর্ষ আদালতের দিকে নজর

আরজি কর কাণ্ডে কাল, মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের শুনানি। আরজি করে খুন-ধর্ষণ কাণ্ডে সিবিআই রাজ্য সরকারের তদন্তে গাফলতি ও প্রমাণ লোপাট নিয়ে সুপ্রিম কোর্টে জানাতে পারে।

RG Kar Case, Supreme Court (Photo Credit: File Photo)

কলকাতা, ১৬ সেপ্টেম্বর: আরজি কর (RG Kar Case) কাণ্ডে কাল, মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ফের শুনানি। মঙ্গলে সুপ্রিম শুনানিতে আরজি করে খুন-ধর্ষণ কাণ্ডে সিবিআই (CBI) রাজ্য সরকারের তদন্তে গাফলতি ও প্রমাণ লোপাট নিয়ে শীর্ষ আদালাতে তাদের বক্তব্য তুলে ধরতে পারে। সবার নজর থাকবে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নিয়ে সুপ্রিম কোর্ট কী জানায় তা নিয়ে। গীতা লুথরার পরিবর্তে শীর্ষ আদালতে সওয়াল করবেন বিখ্যাত আইনজীবী ইন্দিরা জয় সিং।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য নীল নকশা নিয়ে CBI প্রস্তুত। আরজি কর তদন্তের গতি প্রকৃতি নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারীরা কী জানেন তার দিকে নজর থাকবে। বিভিন্ন সূত্রে খবর, মৃতদেহের ময়নাতদন্ত সংক্রান্ত চালানের বিষয়টি শীর্ষ আদালতে রাজ্যের গাফলতি নিয়ে সরব হতে পারেন সিবিআই আইনজীবী। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয়েছে। এই বিষয়টি নিয়ে সিবিআই নিজেদের তদন্তের অগ্রগতি নিয়ে বলতে পারে। আরও পড়ুন-পাশে আছি, কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাঝে জুনিয়র চিকিৎসকদের আশ্বাস মিঠুনের

রাজ্যের সব কটি মেডিক্যাল কলেজ ও সরকারী হাসপাতালে নিরাপত্তা পরিকাঠামো নিয়ে কী করা হয়েছে, তা সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্টে জানাবে নবান্ন।



@endif