RG Kar Case Hearing: জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে না, দাবি আইনজীবীর
জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে বলে শুরু থেকেই দাবি করে আসছে রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে রাজ্যে মারা যাওয়া রোগীদের পরিবারের জন্যে ইতিমধ্যেই ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গ তুলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের শুনানির সময়ে চিকিৎসকদের আইনজীবী জানালেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে বলে যে দাবি করা হচ্ছে তা সঠিক নয়। সিনিয়র চিকিৎসকেরা কাজ করছেন।
৯ অগাস্ট আগের শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। সেই বিষয়ে রাজ্য কতটা কী পদক্ষেপ গ্রহণ করেছে সেই রিপোর্ট এদিন জানতে চান প্রধান বিচারপতি ডিওইয়াই চন্দ্রচূড়।
গত শুনানিতে সুপ্রিম কোর্ট আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছিলেন প্রধান বিচারপতি। সেই বিষয়ে রাজ্য কী কী পদক্ষেপ গ্রহণ করছে জানতে চাইলেন ডিওয়াই চন্দ্রচূড়।
তবে সুপ্রিম নির্দেশের পরেও কর্মবিরতিতে অনড় থাকেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা পুলিশ বিনীত গোয়েল সহ স্বস্থ্য দফতরের মাথাদের পদত্যাগের দাবিতে সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনেই বিক্ষোভে বসেন জুনিয়র চিকিৎসকেরা। দীর্ঘ টানা