R G Kar Hospital: সাত সকালে আর জি কর হাসপাতালসহ সাপ্লায়ার, ফরেন্সিক বিভাগের আধিকারিক ও প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই হানা
সন্দীপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছেন আর জি করের হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। সেই দুর্নীতির কিনারা করতেও সাত সকালে চতুর্মুখী অভিযানে নেমেছে সিবিআই, এমনটাই সূত্রের খবর।
কলকাতাঃ সাত সকালে অ্যাকশন মুডে সিবিআই(CBI)। রবিবার, সকালেই আর জি কর হাসপাতালের(R G Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের(Sandip Ghosh) বাড়িতে পৌঁছে যায় সিবিআই-এর সাত সদস্যের একটি দল। অন্যদিকে, আর জি কর হাসপাতালের ফরেন্সিক বিভাগের আধিকারিক দেবাশিস সোমের(Debashish Som) কেষ্টপুরের বাড়িতেও পৌঁছেছে সিবিআই-এর একটি দল। শুধু তাই নয়, আর জি করের প্রাক্তন সুপার, সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়িতেও পৌঁছেছে সিবিআই। এ ছাড়া । আর জি কর মেডিক্যাল কলেজের সাপ্লায়ার বিপ্লব সিংহের বাড়িতেও হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। চলছে জিজ্ঞাসাবাদ। প্রসঙ্গত, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভূরি ভূরি আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বায়ো মেডিক্যাল বর্জ্য থেকে মৃতদেহ নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। সন্দীপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছেন আর জি করের হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। সেই দুর্নীতির কিনারা করতেও সাত সকালে পঞ্চমুখী অভিযানে নেমেছে সিবিআই, এমনটাই সূত্রের খবর। জানা যাচ্ছে, রবিবার সকালে আর জি কল হাসপাতালেও পৌঁছে গিয়েছে সিবিআই। সোজা এমএসভিপির অফিসে হানা দিয়েছে সিবিআই-এর একটি বিশেষ দল।
সাত সকালে পঞ্চমুখী অভিযানে সিবিআই
আর জি কর হাসপাতালে সিবিআই