Privilege Motion Against Suvendu Adhikari: হুমকি দেওয়ার অভিযোগ, শুভেন্দুর অধিকারীর বিরুদ্ধে আনা স্বাধিকারভঙ্গের প্রস্তাব গ্রহণ স্পিকারের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব (Privilege Motion) আনলেন চার বিধায়ক। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Bisajit Das), রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani), বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ (Tanmoy Ghosh) ও কালিয়াগঞ্জের সৌমেন রায় (Soumen Roy) ওই প্রস্তাব আনেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) স্বাধিকারভঙ্গের প্রস্তাব গ্রহণ করেছেন। বিধায়করা অভিযোগ করেছেন যে শুভেন্দু বিধানসভার মধ্যেই তাঁদের হুমকি দিয়েছেন। স্পিকার জানিয়েছেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে বিধানসভার প্রিভিলেজ কমিটি।
কলতাতা, ১৭ মার্চ: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব (Privilege Motion) আনলেন চার বিধায়ক। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Bisajit Das), রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani), বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ (Tanmoy Ghosh) ও কালিয়াগঞ্জের সৌমেন রায় (Soumen Roy) ওই প্রস্তাব আনেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) স্বাধিকারভঙ্গের প্রস্তাব গ্রহণ করেছেন। বিধায়করা অভিযোগ করেছেন যে শুভেন্দু বিধানসভার মধ্যেই তাঁদের হুমকি দিয়েছেন। স্পিকার জানিয়েছেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে বিধানসভার প্রিভিলেজ কমিটি।
গতকাল বিধানসভার অধিবেশন চলাকালীনই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। তিনি অভিযোগ করেন, ওয়াকআউটের সময় শুভেন্দু তাঁকে হুমকি দিয়ে বলেছেন, বাড়িতে আয়কর হানা হবে। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের অভিযোগ তাঁকে গুলি করে মারার হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি পেতে পারেন বিরোধী দলনেতা। আরও পড়ুন: ED Summons Abhishek Banerjee: কয়লা কেলেঙ্কারিতে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে তলব ইডি-র
বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ, কৃষ্ণ কল্যাণী এবং সৌমেন রায় বিজেপি-র টিকিটে বিধানসভা নির্বাচনে জেতেন। কিন্তু পরবর্তীতে তৃণমূলে যোগ দেন।