WB Panchayat Elections 2023: 'প্রাণ বাঁচাতে ভোট লুট ঠেকাতে পারিনি', কলকাতা হাইকোর্টে স্বীকারোক্তি প্রিসাইডিং অফিসারের
জুলাই মাসে হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এখনও সরগরম রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টেও প্রচুর মামলা চলছে। শুক্রবার এরকমই একটি মামলার শুনানির সময় একজন প্রিসাইডিং অফিসারের জবাব শুনে হতবাক হয়ে গেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
কলকাতা: জুলাই মাসে হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনকে (WB Panchayat Elections 2023) কেন্দ্র করে এখনও সরগরম রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টেও প্রচুর মামলা চলছে। শুক্রবার এরকমই একটি মামলার শুনানির সময় একজন প্রিসাইডিং অফিসারের (Presiding officer) জবাব শুনে হতবাক হয়ে গেলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা।
কলকাতার একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের এক শিক্ষক সুমিত পান্ডে-কে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ২ নম্বর ব্লকের একটি বুথে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই বুথের সিপিএম প্রার্থী নাসিমা বেগম ভোট লুটের অভিযোগ জানিয়ে পুনর্নির্বাচনের দাবিতে মামলা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।
সম্প্রতি সেই মামলার শুনানির সময় বিচারপতি সিনহা প্রিসাইডিং অফিসার সুমিত পান্ডেকে ভোটের দিন কী হয়েছিল তা হলফনামা জমা দিয়ে আদালতে জানাতে বলেন। তার প্রেক্ষিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে সুমিত পান্ডে হলফনামা জমা দিয়ে জানান, তিনি যে বুথের দায়িত্বে ছিলেন সেখানে দুপুর ১২টার সময় দুষ্কৃতীরা পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। তারা সিসিটিভি ভেঙে দিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নির্দিষ্ট একটি প্রতীকে ছাপ দিতে থাকে। ওই বুথের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি (life threat) দিচ্ছিল।