Abhishek Banerjee: ব্রিগেড শেষে জেলায় জেলায় ভোট প্রচারে অভিষেক, তৃণমূলের প্রার্থী তালিকা কবে!
লোকসভা নির্বাচনের প্রচারে কোমর বেঁধে নেমে পড়ছেন তৃণমূলের অঘোষিত 'নম্বর টু'অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে হারানোর শপথ নিয়ে রাজ্যের ৪২টি লোকসভা আসনেই জমিয়ে প্রচার করতে চান অভিষেক।
লোকসভা নির্বাচনের প্রচারে কোমর বেঁধে নেমে পড়ছেন তৃণমূলের অঘোষিত 'নম্বর টু'অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে হারানোর শপথ নিয়ে রাজ্যের ৪২টি লোকসভা আসনেই জমিয়ে প্রচার করতে চান অভিষেক। আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল। আগামী রবিবার ব্রিগেড সমাবেশের পরই ভোট প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। ১০ মার্চ ব্রিগেডের পরই আগামী দু সপ্তাহ ভোট প্রচারে ঠাসা কর্মসূচি অভিষেকের। আগামী ১৪ মার্চ জলপাইগুড়িতে জনসভার দু দিন পরেই পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক।
এরপর ফের ১৮ মার্চ উত্তরবঙ্গে গিয়ে দক্ষিণ দিনাজপুরে বড় জনসভা করবেন অভিষেক। বালুরঘাটে বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে সভা করতে চলেছেন তৃণমূলের অঘোষিত নম্বর টু। সন্দেশখালিতে দলীয় বিধায়কের গ্রেফতার ও বড় কাণ্ডের পর এই প্রথম জনসভা করবেন অভিষেক। আগামী ২০ মার্চ বসিরহাটে সভায় অভিষেক কী বক্তব্য রাখেন সেটাই দেখার। ২২ মার্চ অভিষেক এরপর যাবেন পূর্ব মেদিনীপুরে। মূলত রাজ্যের ওপর কেন্দ্রীয় বঞ্চনা, বিজেপির বিভেদের রাজনীতি, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন ইস্যু, মমতা সরকারের বিবিন্ন জনমুখি প্রকল্প নিয়ে লোকসভা নির্বাচনের প্রচারে সরব হবেন অভিষেক।
তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে এবার তীব্র জল্পনা। তৃণমূলের টিকিট না পাওয়াদের বিজেপি প্রার্থী করতে বাজিমাত করতে পারে এই আশঙ্কায় এখনই প্রার্থীদের নাম ঘোষণা নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কিছু আসনে আগামী ১০-১২ দিনের মধ্যে নাম ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, ৬-৭ জন সাংসদ এবার বাদ পড়তে পারেন। সেলেব প্রার্থীদের থেকে দলীয় বিধায়কদের সাংসদ ভোটে সম্ভাবনা বেড়েছে। গতবার বিজেপির জেতা আসনগুলিতে প্রার্থী বাছাইয়ে বিশেষ চিন্তাভাবনা করথেন মমতা, এমনটাই খবর। তৃণমূলের বিশেষ নজরে এবার উত্তরবঙ্গ, জঙ্গলমহল, পূর্ব মেদিনীপুর ও হুগলি। গতবার এগুলির মধ্যে তিনটি জায়গাতেই বাজিমাত করেছিল বিজেপি। লোকসভা ভোটের আগে দলীয় অন্তর্দ্বন্দ্ব, অন্তর্ঘাত, মিডিয়ার সামনে বেফাঁস মন্তব্য রুখতে গাইডলাইন আনার কথা ভাবছে তৃণমূল।
বিশেষজ্ঞদের মধ্যে রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূলের কার্যত নিশ্চিত আসন ২২টি, বিজেপি ৬টি, বাকি ১৪টি আসনের ফল নির্ভর করবে প্রার্থী বাছাই, প্রচারের ওপর।