Howrah: বারবার বেল বাজিয়েও কোনও লাভ হয়নি, শেষে ঘরের দরজা ভাঙতেই চমকে উঠলেন পুলিশকর্মী

হাওড়ায় একটি বহুতলে ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর স্ত্রীর দেহ। গুরুতর অসুস্থ অবস্থায় দুই ছেলেকেও উদ্ধার করা হয়।

Representative Image (Photo Credit: File)

তবে তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর (Shibpur) থানা এলাকার বেতাইতলায়। জানা যাচ্ছে, এদিন সন্ধ্যায় ডিউটি সেরে বাড়ি ফিরে বারবার দরজা ধাক্কা এবং বেল বাজাতে থাকেন পুলিশকর্মী প্রদীপ ঝাঁ। কিন্তু তাতে কেউ সারা না দেওয়ায় তাঁর সন্দেহ হয়। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভাঙতেই মাথায় হাত প্রদীপে। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে স্ত্রীয়ের দেহ। অন্যদিকে পাশের ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে দুই ছেলে।

তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রদীপের স্ত্রী রুবি ঝাঁ-কে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে চিরাগ ও বঙ্কু ঝাঁ দুই ছেলেকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এর মধ্যে বড়ছেলে চিরাগের মৃত্যু হয়েছে এবং বঙ্কু এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে দুই ছেলেকে খুনের চেষ্টা করে নিজে আত্মঘাতী হয়েছেন। যদিও কেন এই ঘটনা ঘটালেন সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। দেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

মৃতার স্বামী প্রদীপ হাওড়া সিটি পুলিশে কর্মরত ছিলেন। এদিন ডিউটি সেরে বাড়ি ফিরেই ঘটনাটি দেখেন। যদিও তিনিও খোলসা করে বলতে পারছেন না যে কেন এই ঘটনাটি ঘটল। গোটা ঘটনার পর শোকস্তব্ধ পরিবার।