PM Modi To Visit West Bengal: মে, জুলাইয়ের পর আবারও বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী, করবেন মেট্রো রেলের তিনটি নতুন রুটের সূচনা

PM Visit to kolkata (Photo Credit: X@ANI)

মে, জুলাইয়ের পর অগস্ট। আবারও বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতা আসছেন। তাঁর এই সফরে তিনি ৫২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে মেট্রো রেলের তিনটি নতুন রুটের সূচনা। এগুলি হল ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদহ থেকে ধর্মতলা, গড়িয়া – বিমানবন্দর মেট্রো রুটে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর। যাত্রা শুরুর সংকেত দেওয়ার পর প্রধানমন্ত্রী নিজে নোয়াপাড়া বিমানবন্দর পথে সফর করবেন। গতকাল বঙ্গ সফরে আসার আগে নরেন্দ্র মোদী লেখেন, 'আমি কলকাতায় বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সমাবেশে যোগ দিতে আগ্রহী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিনে দিনে জনরোষ বাড়ছে। উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে রয়েছে।'

প্রধানমন্ত্রী আরও লেখেন, 'কলকাতার মানুষের মধ্যে থাকতে পারা সবসময়ই আনন্দের। এই শহরের উন্নয়নের জন্য আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই কাল প্রকল্পের উদ্বোধন। যে মেট্রো পরিষেবাগুলির উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর। শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুট। বিমানবন্দরের সঙ্গে ও আইটি হাব অঞ্চলগুলিতে যোগাযোগ উন্নত করা হবে'।

এরপর দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১,২০০ কোটি টাকা ব্যয়ে ৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করবেন। এর ফলে হাওড়া সহ গ্রামীণ এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগ আরো সহজ হবে। সবশেষে দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন শ্রী মোদী।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

তাঁর এই সফরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।যশোহর রোড, ভিআইপি রোড,নাগেরবাজার, দমদম রোড এবং সল্টলেকের বিস্তীর্ণ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুপুর থেকে প্রধানমন্ত্রী দিল্লিগামী উড়ানে না ওঠা পর্যন্ত সল্টলেক এবং দমদমের বিভিন্ন রাস্তাও বন্ধ রাখা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফলে, উত্তর শহরতলি, উত্তর কলকাতা ও মধ্য কলকাতার কিছু অংশে যানজটের আশঙ্কা থাকছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement