Lok Sabha 2024: প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিজেপি শিবিরে ধাক্কা, আসানসোল কেন্দ্র থেকে সরলেন পবন সিং

প্রার্থী ঘোষণার ঠিক পরের দিনই বিজেপি শিবিরে বড় ধাক্কা। আসানসোল থেকে প্রার্থী হিসাবে দাঁড়াতে অস্বীকার করলেন ভোজপুরি গায়ক পবন সিং। রবিবার বেলায় এক্স হ্যান্ডেল থেকে নিজের সেই সিদ্ধান্তের কথা জানান তিনি।

Pawan Singh (Photo Credits: Facebook)

নয়া দিল্লি, ৩ মার্চঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) ঘণ্টা বাজিয়ে শনিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বাংলার ২০টি আসনের জন্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে মোদী সরকার। প্রার্থী ঘোষণার ঠিক পরের দিনই বিজেপি শিবিরে বড় ধাক্কা। আসানসোল (Asansol) থেকে প্রার্থী হিসাবে দাঁড়াতে অস্বীকার করলেন ভোজপুরি গায়ক পবন সিং (Pawan Singh)। রবিবার বেলায় এক্স হ্যান্ডেল থেকে নিজের সেই সিদ্ধান্তের কথা জানান তিনি।

নিজের দল ভারতীয় জনতা পার্টির (BJP) শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ভোজপুরি সুপারস্টার লেখেন, 'দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল। কিন্তু কিছু কারণবশত আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না'। পবনের আচমকা এমন সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। আসানসোলে পবন সিংয়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন বলি অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। তৃণমূল সূত্রে আগেই জানা গিয়েছিল আসানসোল থেকে তাঁরা বলি অভিনেতাকেই প্রার্থী করতে চলেছেন। তবে চব্বিশের লোকসভায় শিল্পাঞ্চলের কুরসি দখলের লড়াই থেকে সরে দাঁড়ালেন পবন (Pawan Singh)।

ভোজপুরি গায়ক (Pawan Singh) নির্বাচন থেকে সরে দাঁড়াতেই শাসক দলের সমালোচনার মুখে পড়েছে বিজেপি। পবনের টুইটের উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বাংলার মানুষের জয়গান গাইতে শোনা গেল। লিখলেন, একেই বলে পশ্চিমবঙ্গের মানুষের অদম্য সংকল্প এবং শক্তি'